East West Metro: টানেল জুড়ে আলোর খেলা! গঙ্গার নীচে দিয়ে মেট্রো যাত্রার সময় কী কী চমক থাকবে? দেখে নিন
- Published by:Sayani Rana
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
East West Metro: গঙ্গার নীচে দিয়ে যখন মেট্রো যাবে তখন ঠিক কেমন হবে যাত্রা পথ? গঙ্গার জল না দেখা যাক। গঙ্গার নীচে দিয়ে যাওয়ার সময় যাতে পুরো লুক অ্যান্ড ফিল পাওয়া যায় তার সমস্ত ব্যবস্থা থাকবে।
* অনেকেই ভেবেছিলেন গঙ্গার নীচে দিয়ে মেট্রো, তা কি কাঁচ দিয়ে ঘেরা থাকবে। স্বচ্ছ পর্দার ওপার থেকে ভেসে উঠবে নানা মাছ? কিন্তু তেমনটা হবে বলে জানিয়ে মেট্রো। তবে তাতে গঙ্গার নীচে দিয়ে যাত্রা কম রোমাঞ্চকর হবে না। গঙ্গার জল না দেখা যাক। গঙ্গার নীচে দিয়ে যাওয়ার সময় যাতে পুরো লুক অ্যান্ড ফিল পাওয়া যায় তার সমস্ত ব্যবস্থা থাকবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
* ১৮৭৪ সালে প্রথমবার সেতুপথে জুড়েছিল ব্রিটিশ ভারতের তৎকালীন রাজধানী কলকাতা এবং হাওড়া। ১৯৩৭ সালে শুরু হয় ক্যান্টিলিভার সেতুর কাজ। ১৯৪৩ সালের ৩ ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল হাওড়া ব্রিজের। চলেছিল যাত্রীবিহীন ট্রাম। এরপর তৈরি হয়েছে দ্বিতীয় হুগলি সেতু। আর এবার এই সাফল্যের তালিকায় নবতম সংযোজন হতে চলেছে গঙ্গার নীচে মেট্রো সুড়ঙ্গ।