Durga Puja 2021 Weather Forecast|| দুর্গাপুজোতেও কি চলবে অঝোর বৃষ্টি? আশঙ্কা জাগিয়ে আবহাওয়া দফতর সাফ জানাল...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Durga Puja 2021 Weather Forecast: দক্ষিণবঙ্গে শনি ও রবিবার অর্থাৎ চতুর্থী এবং পঞ্চমীতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা বাড়বে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
*দুর্গাপুজো (Durga Puja 2021) আসতে আর এক সপ্তাহও বাকি নেই। আগামী বুধবারই মহালয়া (mahalaya 2021)। কিন্তু ক্যালেন্ডারের পাতা অনুযায়ী এখনও রাজ্য থেকে বিদায় নেয়নি মৌসুমি বায়ু। ফলে পুজোর বৃষ্টির (Rain Forecast in Durga Puja) আশঙ্কা কি থেকেই যাচ্ছে? শনিবার আবহাওয়া দফতর অন্তত জানিয়েছে, পুজোয় বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে কবে বৃষ্টি হবে, আর কবে নয়, তা এখনও স্পষ্ট নয়। ফাইল ছবি।
advertisement
advertisement
*পশ্চিমী ও উত্তর পশ্চিম বাতাসের দাপট শুরু হয়েছে। উত্তর-পশ্চিম ভারতে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। যার জেরে আগামী কয়েকদিন জলীয়বাষ্প কমবে, বৃষ্টির সম্ভাবনাও কমবে। ধীরে ধীরে শুরু হবে শুষ্ক আবহাওয়া। সেক্ষেত্রে ৬ অক্টোবর বুধবার থেকে উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। ফাইল ছবি।
advertisement
*কলকাতাতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেয় সাধারণ ১২ অক্টোবর। সেইদিনই মহালয়া। উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়া শুরু করল বেশ দেরিতে। সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এই বিদায় পর্ব শুরু হয়। তা পিছিয়ে এ বছর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ। আবহবিদরা মনে করছেন এ বার পুজোয় মৌসুমী বায়ু বা বর্ষা থাকার সম্ভাবনা প্রবল। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement