২৫ বছর ধরে লড়েছেন, জন্মদিনে সামনে এল দোলন-দীপঙ্করের অন্দরমহলের এক্সক্লুসিভ ছবি

Last Updated:
কেক কাটলেন দোলন-দীপঙ্কর৷ দীপঙ্কর বললেন,সম্পর্কের পর প্রথম জন্মদিন পালন করতে দূরে কোথাও গিয়েছিলেন দু’জনে। উপহার হিসেবে দীপঙ্কর দে দোলনকে নিজের লেখা কবিতা উপহার দিয়েছিলেন।
1/7
প্রথম দেখা রবি ঘোষের সঙ্গে ছদ্দবেশীর কল শো’তে। একজন নবাগতা। অন্যজনের পড়া হয়ে গিয়েছে বহু চরিত্রের মুখোশ। তখন কেউ ভাবেননি সেই দেখার রেশ ২৫ বছর পরেও রয়ে যাবে। ইতিহাসই তৈরি করেছেন দীপঙ্কর-দোলন৷ বিয়ের পরে দোলনের প্রথম জন্মদিনের সাক্ষাী থাকল নিজউ ১৮ বাংলা৷
প্রথম দেখা রবি ঘোষের সঙ্গে ছদ্দবেশীর কল শো’তে। একজন নবাগতা। অন্যজনের পড়া হয়ে গিয়েছে বহু চরিত্রের মুখোশ। তখন কেউ ভাবেননি সেই দেখার রেশ ২৫ বছর পরেও রয়ে যাবে। ইতিহাসই তৈরি করেছেন দীপঙ্কর-দোলন৷ বিয়ের পরে দোলনের প্রথম জন্মদিনের সাক্ষাী থাকল নিজউ ১৮ বাংলা৷
advertisement
2/7
উপহার হাতে দোলন৷
উপহার হাতে দোলন৷
advertisement
3/7
পুরনো অ্যালবাম৷ দেখাতে দেখাতে স্মৃতির অতলে ডুব দিলেন দোলন৷
পুরনো অ্যালবাম৷ দেখাতে দেখাতে স্মৃতির অতলে ডুব দিলেন দোলন৷
advertisement
4/7
পারিবারিক ছবি৷ দিদিমার সঙ্গে ছোট্ট দোলন৷
পারিবারিক ছবি৷ দিদিমার সঙ্গে ছোট্ট দোলন৷
advertisement
5/7
চলছে স্মৃতিচারণ৷
চলছে স্মৃতিচারণ৷
advertisement
6/7
জন্মদিন উপলক্ষে হাজির ছিলেন মা-ও৷
জন্মদিন উপলক্ষে হাজির ছিলেন মা-ও৷
advertisement
7/7
কেক কাটলেন দোলন-দীপঙ্কর৷ দীপঙ্কর বললেন,সম্পর্কের পর প্রথম জন্মদিন পালন করতে দূরে কোথাও গিয়েছিলেন দু’জনে। উপহার হিসেবে দীপঙ্কর দে দোলনকে নিজের লেখা কবিতা উপহার দিয়েছিলেন। দোলনের আজও সেসব কথা স্পষ্ট মনে আছে। সেই উপহার দোলনের কাছে সবচেয়ে প্রিয়। তবে দীপঙ্করের ভাষায় 'সেসব ভদ্রলোকের কবিতা নয়' ৷ '
কেক কাটলেন দোলন-দীপঙ্কর৷ দীপঙ্কর বললেন,সম্পর্কের পর প্রথম জন্মদিন পালন করতে দূরে কোথাও গিয়েছিলেন দু’জনে। উপহার হিসেবে দীপঙ্কর দে দোলনকে নিজের লেখা কবিতা উপহার দিয়েছিলেন। দোলনের আজও সেসব কথা স্পষ্ট মনে আছে। সেই উপহার দোলনের কাছে সবচেয়ে প্রিয়। তবে দীপঙ্করের ভাষায় 'সেসব ভদ্রলোকের কবিতা নয়' ৷ '
advertisement
advertisement
advertisement