Cyclone Asani Update: বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে ‘অশনি’, বঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব কি পড়বে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: আজ, মঙ্গলবার ঘূর্ণিঝড় স্থলভাগে স্পর্শ করতে পারে। গতিবেগ ৭৫ থেকে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অশনি’। তবে পশ্চিমবঙ্গে এর প্রত্যক্ষভাবে প্রভাব পড়বে না। বরং আগামী কয়েকদিন ভালোমতোই গরম অনুভূত হবে পশ্চিমবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এই অতি গভীর নিম্নচাপ ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। Photo Courtesy: Windy.com
advertisement
আন্তর্জাতিক নাম তালিকা অনুযায়ী ঘূর্ণিঝড় পরিচিত হবে ‘অশনি’ নামে ৷ এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে শ্রীলঙ্কা। ঘূর্ণিঝড়টি উত্তর দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এগোবে। সেখান থেকে উত্তরপূর্ব দিকে বাঁক নিয়ে ঘূর্ণিঝড় অশনি আছড়ে পড়বে মায়ানমার উপকূলে। Representative Image
advertisement
আজ, মঙ্গলবার ঘূর্ণিঝড় স্থলভাগ স্পর্শ করতে পারে। গতিবেগ ৭৫ থেকে ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। মায়ানমারে স্থলভাগের ভেতর দিয়েই দক্ষিণ বাংলাদেশ পৌঁছতে পারে এই ঘূর্ণিঝড়। তবে সেই সময়ের প্রভাব কমে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। Representative Image
advertisement
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজো মৎস্যজীবীদের যেতে মানা। আজ, মঙ্গলবার পর্যন্ত আন্দামান সাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। শুধুমাত্র মঙ্গলবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। Representative Image
advertisement