'খেলা হবে কেন বলেছিলাম জানেন?', এতদিনে সেই স্লোগানের মানে বোঝালেন মমতা

Last Updated:
Khela Hobe: খেলা হবে। মঞ্চ থেকে কেন এমন স্লোগান তুলেছিলেন! এতদিনে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
1/6
এক স্লোগানে কেল্লাফতে। এমন এক স্লোগান যা জনপ্রিয় হতে বেশি সময় লাগেনি। খেলা হবে। এই স্লোগান মমতা বন্দ্যোপাধ্যা উচ্চারণ করেছিলেন বিধানসভা নির্বাচনের আগে। সেই স্লোগান এখনও সমান হিট।
এক স্লোগানে কেল্লাফতে। এমন এক স্লোগান যা জনপ্রিয় হতে বেশি সময় লাগেনি। খেলা হবে। এই স্লোগান মমতা বন্দ্যোপাধ্যা উচ্চারণ করেছিলেন বিধানসভা নির্বাচনের আগে। সেই স্লোগান এখনও সমান হিট।
advertisement
2/6
সোশ্যাল মিডিয়া তো বটেই, মানুষের মুখে মুখে ঘুরেছে সেই স্লোগান। খেলা হবে। কেউ বলেছেন, আস্ফালন। কেউ বলেছিলেন, এটাই মমতার ক্যারিশ্মা। যা করেন, তাই হিট। অবশ্যই হিট স্লোগান। সাম্প্রতিক সময়ে এটাই হয়তো সব থেকে জনপ্রিয় রাজনৈতিক স্লোগান!
সোশ্যাল মিডিয়া তো বটেই, মানুষের মুখে মুখে ঘুরেছে সেই স্লোগান। খেলা হবে। কেউ বলেছেন, আস্ফালন। কেউ বলেছিলেন, এটাই মমতার ক্যারিশ্মা। যা করেন, তাই হিট। অবশ্যই হিট স্লোগান। সাম্প্রতিক সময়ে এটাই হয়তো সব থেকে জনপ্রিয় রাজনৈতিক স্লোগান!
advertisement
3/6
অনেকেই বলেছিলেন, এমন স্লোগান দেওয়া উচিত হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রীর। তবে কেউই এই স্লোগান-এর জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন মঞ্চে বলেছেন- খেলা হবে। আর এই স্লোগান ফিরেছে বাচ্চা থেকে বুড়োর মুখে মুখে।
অনেকেই বলেছিলেন, এমন স্লোগান দেওয়া উচিত হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রীর। তবে কেউই এই স্লোগান-এর জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন মঞ্চে বলেছেন- খেলা হবে। আর এই স্লোগান ফিরেছে বাচ্চা থেকে বুড়োর মুখে মুখে।
advertisement
4/6
খেলা হবে। কী অর্থ এমন স্লোগানের! মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন এই নিয়ে কিছু বলেননি। এবার বললেন। বোঝালেন খেলা হবে স্লোগানের মানে কী!
খেলা হবে। কী অর্থ এমন স্লোগানের! মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন এই নিয়ে কিছু বলেননি। এবার বললেন। বোঝালেন খেলা হবে স্লোগানের মানে কী!
advertisement
5/6
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, খেলা হবে কথাটা কেন বলেছিলাম জানেন? জীবনটাই তো খেলা। এখন আমরা জানতে পারি জন্মটা কখন হবে! যতদিন বেঁচে থাকব জীবন। তাই জীবন সংগ্রামের পথে খেলতে খেলতে পৌঁছে যাব।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, খেলা হবে কথাটা কেন বলেছিলাম জানেন? জীবনটাই তো খেলা। এখন আমরা জানতে পারি জন্মটা কখন হবে! যতদিন বেঁচে থাকব জীবন। তাই জীবন সংগ্রামের পথে খেলতে খেলতে পৌঁছে যাব।
advertisement
6/6
সেই স্লোগান এখনও অনেকের মুখে মুখে ঘোরে। এমন স্লোগান যা তৃণমূলের কর্মীদের উদ্বুদ্ধ করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে সেই স্লোগানের ব্যাখ্যা দিলেন।
সেই স্লোগান এখনও অনেকের মুখে মুখে ঘোরে। এমন স্লোগান যা তৃণমূলের কর্মীদের উদ্বুদ্ধ করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে সেই স্লোগানের ব্যাখ্যা দিলেন।
advertisement
advertisement
advertisement