Covid Booster Dose: আজ থেকে শুরু Covid-এর 'বুস্টার ডোজ'! কারা পাবেন, কীভাবে রেজিস্ট্রেশন? জেনে নিন খুঁটিনাটি...

Last Updated:
Covid Booster Dose: শুরু হয়ে গিয়েছে ১৫-১৮ বছর বয়সীদের কোভিড টিকাকরণ। এবার সোমবার থেকে শুরু হচ্ছে প্রিকশনারি ভ্যাকসিনেশন বা বুস্টার ডোজ দেওয়া।
1/9
দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্ৰমণ। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনও। এই পরিস্থিতিতে দেশকে করোনার ভয়াবহতা থেকে বাঁচাতে রক্ষা কবচ হিসেবে কাজ করবে COVID-এর বুস্টার ডোজ। ডোজ (Booster Dose)। অবশেষে এসে গেল সেই শুভক্ষণ। শনিবার বিকেল থেকেই CoWIN পোর্টালে স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী এবং ৬০ বছর ও তার বেশি বয়সীদের জন্য COVID-19 ভ্যাকসিনের বুস্টার ডোজ-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হবে।
দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্ৰমণ। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনও। এই পরিস্থিতিতে দেশকে করোনার ভয়াবহতা থেকে বাঁচাতে রক্ষা কবচ হিসেবে কাজ করবে COVID-এর বুস্টার ডোজ। ডোজ (Booster Dose)। অবশেষে এসে গেল সেই শুভক্ষণ। শনিবার বিকেল থেকেই CoWIN পোর্টালে স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী এবং ৬০ বছর ও তার বেশি বয়সীদের জন্য COVID-19 ভ্যাকসিনের বুস্টার ডোজ-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হবে।
advertisement
2/9
কেন্দ্রের ঘোষণা মতো দেশজুড়েই শুরু হয়ে গিয়েছে ১৫-১৮ বছর বয়সীদের কোভিড টিকাকরণ। এবার সোমবার থেকে শুরু হচ্ছে প্রিকশনারি ভ্যাকসিনেশন বা বুস্টার ডোজ দেওয়া। ইতিমধ্যেই যাঁদের টিকা পাওয়ার সময় হয়ে গিয়েছে তাঁদের কাছে মেসেজ যাওয়া শুরু হয়েছে। কাল সকাল থেকেই শুরু হবে টিকাকরণ।
কেন্দ্রের ঘোষণা মতো দেশজুড়েই শুরু হয়ে গিয়েছে ১৫-১৮ বছর বয়সীদের কোভিড টিকাকরণ। এবার সোমবার থেকে শুরু হচ্ছে প্রিকশনারি ভ্যাকসিনেশন বা বুস্টার ডোজ দেওয়া। ইতিমধ্যেই যাঁদের টিকা পাওয়ার সময় হয়ে গিয়েছে তাঁদের কাছে মেসেজ যাওয়া শুরু হয়েছে। কাল সকাল থেকেই শুরু হবে টিকাকরণ।
advertisement
3/9
কারা পাবেন এই ডোজ দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯ মাস হয়ে গিয়েছে এমন স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ষাট বছরের বেশি বয়সী মানুষজন যাঁদের কোমরবিডিটি আছে।
কারা পাবেন এই ডোজ দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯ মাস হয়ে গিয়েছে এমন স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ষাট বছরের বেশি বয়সী মানুষজন যাঁদের কোমরবিডিটি আছে।
advertisement
4/9
এদের সংখ্যা কত এ রাজ্যে? স্বাস্থ্যকর্মী- ৭.৫ লক্ষ ফ্রন্টলাইন ওয়ার্কার- ১০.৫ লক্ষ কোমরবিডিটি থাকা ৬০+ মানুষজন ২২ লক্ষ
এদের সংখ্যা কত এ রাজ্যে? স্বাস্থ্যকর্মী- ৭.৫ লক্ষ ফ্রন্টলাইন ওয়ার্কার- ১০.৫ লক্ষ কোমরবিডিটি থাকা ৬০+ মানুষজন ২২ লক্ষ
advertisement
5/9
কোন টিকা দেওয়া হবে প্রথম ২ ডোজ যে টিকার নিয়েছেন, প্রিকশনারি ডোজ হিসেবে সেই টিকাই মিলবে
কোন টিকা দেওয়া হবে প্রথম ২ ডোজ যে টিকার নিয়েছেন, প্রিকশনারি ডোজ হিসেবে সেই টিকাই মিলবে
advertisement
6/9
যাঁরা এখন করোনায় আক্রান্ত, তাঁদের ক্ষেত্রে কী হবে? রোগমুক্তির ৩ মাস না পার হওয়া পর্যন্ত তাঁরা প্রিকশনারি ডোজ পাবেন না।
যাঁরা এখন করোনায় আক্রান্ত, তাঁদের ক্ষেত্রে কী হবে? রোগমুক্তির ৩ মাস না পার হওয়া পর্যন্ত তাঁরা প্রিকশনারি ডোজ পাবেন না।
advertisement
7/9
কোথায় নিতে পারবেন টিকা সমস্ত সরকারি টিকাকরণ কেন্দ্র থেকে বিনামূল্যে টিকা মিলবে। এছাড়াও বেসরকারি হাসপাতাল থেকেও টিকা পাওয়া যাবে অর্থের বিনিময়ে।
কোথায় নিতে পারবেন টিকা সমস্ত সরকারি টিকাকরণ কেন্দ্র থেকে বিনামূল্যে টিকা মিলবে। এছাড়াও বেসরকারি হাসপাতাল থেকেও টিকা পাওয়া যাবে অর্থের বিনিময়ে।
advertisement
8/9
কীভাবে রেজিস্ট্রেশন? http://cowin.gov.in ওয়েবসাইট বা CoWIN অ্যাপ থেকে এই ডোজের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও, টিকা গ্রহণকারীদের নতুন সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়েও টিকা নিতে পারেন, বলে জানায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার বাকি দুটো ডোজ যা নেওয়া হয়েছে ওই একই কোভিড টিকা দেওয়া হবে। অর্থাৎ যারা কোভিডের কোভ্যাক্সিন টিকা পেয়েছে তাদের তাই দেওয়া হবে। অন্যদিকে, যারা কোভিশিল্ড পেয়েছে তাদের কোভিশিল্ড-এর বুস্টার ডোজ দেওয়া হবে।
কীভাবে রেজিস্ট্রেশন? http://cowin.gov.in ওয়েবসাইট বা CoWIN অ্যাপ থেকে এই ডোজের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও, টিকা গ্রহণকারীদের নতুন সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়েও টিকা নিতে পারেন, বলে জানায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার বাকি দুটো ডোজ যা নেওয়া হয়েছে ওই একই কোভিড টিকা দেওয়া হবে। অর্থাৎ যারা কোভিডের কোভ্যাক্সিন টিকা পেয়েছে তাদের তাই দেওয়া হবে। অন্যদিকে, যারা কোভিশিল্ড পেয়েছে তাদের কোভিশিল্ড-এর বুস্টার ডোজ দেওয়া হবে।
advertisement
9/9
কো মরবিডিটি অথবা ৬০ বছর বা তার বেশি বয়সীদের বুস্টার ডোজ নিতে গেলে চিকিৎসকের কোনও শংসাপত্রের প্রয়োজন নেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সম্প্রতি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মীদের FLW বিভাগে অন্তর্ভুক্ত করা হবে।
কো মরবিডিটি অথবা ৬০ বছর বা তার বেশি বয়সীদের বুস্টার ডোজ নিতে গেলে চিকিৎসকের কোনও শংসাপত্রের প্রয়োজন নেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সম্প্রতি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মীদের FLW বিভাগে অন্তর্ভুক্ত করা হবে।
advertisement
advertisement
advertisement