Covid Booster Dose: আজ থেকে শুরু Covid-এর 'বুস্টার ডোজ'! কারা পাবেন, কীভাবে রেজিস্ট্রেশন? জেনে নিন খুঁটিনাটি...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Covid Booster Dose: শুরু হয়ে গিয়েছে ১৫-১৮ বছর বয়সীদের কোভিড টিকাকরণ। এবার সোমবার থেকে শুরু হচ্ছে প্রিকশনারি ভ্যাকসিনেশন বা বুস্টার ডোজ দেওয়া।
দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্ৰমণ। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনও। এই পরিস্থিতিতে দেশকে করোনার ভয়াবহতা থেকে বাঁচাতে রক্ষা কবচ হিসেবে কাজ করবে COVID-এর বুস্টার ডোজ। ডোজ (Booster Dose)। অবশেষে এসে গেল সেই শুভক্ষণ। শনিবার বিকেল থেকেই CoWIN পোর্টালে স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী এবং ৬০ বছর ও তার বেশি বয়সীদের জন্য COVID-19 ভ্যাকসিনের বুস্টার ডোজ-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কীভাবে রেজিস্ট্রেশন? http://cowin.gov.in ওয়েবসাইট বা CoWIN অ্যাপ থেকে এই ডোজের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও, টিকা গ্রহণকারীদের নতুন সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়েও টিকা নিতে পারেন, বলে জানায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার বাকি দুটো ডোজ যা নেওয়া হয়েছে ওই একই কোভিড টিকা দেওয়া হবে। অর্থাৎ যারা কোভিডের কোভ্যাক্সিন টিকা পেয়েছে তাদের তাই দেওয়া হবে। অন্যদিকে, যারা কোভিশিল্ড পেয়েছে তাদের কোভিশিল্ড-এর বুস্টার ডোজ দেওয়া হবে।
advertisement
কো মরবিডিটি অথবা ৬০ বছর বা তার বেশি বয়সীদের বুস্টার ডোজ নিতে গেলে চিকিৎসকের কোনও শংসাপত্রের প্রয়োজন নেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সম্প্রতি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মীদের FLW বিভাগে অন্তর্ভুক্ত করা হবে।