Bengal Bjp: অন্দরের ক্ষোভ মেটাতে সহায় সরস্বতী পুজো? অভিনব পরিকল্পনায় রাজ্য বিজেপি!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bengal Bjp: বিক্ষুব্ধদের অনেক নেতাকেই আমন্ত্রণ জানানো হচ্ছে বঙ্গ বিজেপির এই সরস্বতী পুজোয়।
advertisement
advertisement
advertisement
ফলে ওই বিজেপি বিধায়কদের তৃণমূলে (TMC) যোগ দেওয়া এবার সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ সম্প্রতি শান্তনু ঠাকুরের নেতৃত্বেও বিজেপি-তে একটা অংশ বেসুরো গাইতে শুরু করেছেন। তাঁর সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন বিধায়ক। সেই বিধায়কদের কথাই তৃণমূল নেত্রী বলেছেন কিনা, তা নিয়ে আলোচনা বঙ্গ বিজেপির অন্দরেও।
advertisement
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি ছেড়ে একের পর এক বিধায়ক এবং নেতা তৃণমূলের ফিরতে শুরু করেছেন৷ এঁদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম ছিল মুকুল রায়৷ এ ছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তের মতো শাসক দল ছেড়ে বিজেপি-তে যাওয়া নেতারাও তৃণমূলে ফিরে এসেছেন৷ শিবির বদল করেছেন মুকুল রায় সহ মোট পাঁচজন বিধায়ক৷ সেই তালিকায় রয়েছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, কালিয়াগঞ্জের সৌমেন রায় এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷ এই পরিস্থিতিতে দলে ভাঙন আটকাতে এবং বিক্ষুব্ধদের ক্ষোভ প্রশমনে সরস্বতী পুজোকেই হাতিয়ার করতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব।