ইলিশপ্রেমীদের কাছে জবর খবর! এখনই বাজারে দেদার মিলছে গঙ্গার ইলিশ

Last Updated:
মন খুশি করে নিন ...
1/4
আষাঢ়-শ্রাবণ কবে আসবে ভাবছেন ৷ এলেই পাতে ইলিশের টুকরো থাকবে এই আশায় বসে রয়েছেন ৷ কিন্তু এতদিন অপেক্ষা করার কোনও দায় নেই ৷ সুখবর ,সুখবর ,সুখবর ৷ গঙ্গীয় ধরা পড়ল টন টন ইলিশ ৷
আষাঢ়-শ্রাবণ কবে আসবে ভাবছেন ৷ এলেই পাতে ইলিশের টুকরো থাকবে এই আশায় বসে রয়েছেন ৷ কিন্তু এতদিন অপেক্ষা করার কোনও দায় নেই ৷ সুখবর ,সুখবর ,সুখবর ৷ গঙ্গীয় ধরা পড়ল টন টন ইলিশ ৷
advertisement
2/4
হুগলি পাড়ের গঙ্গায় পাওয়া গেছে প্রচুর ইলিশ ৷ চুঁচুড়া থেকে ব্যান্ডেল এই এলাকায় যে ইলিশ পাওয়া গেছে তা ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে র বিভিন্ন বাজারে এসে গেছে ইলিশ ৷
হুগলি পাড়ের গঙ্গায় পাওয়া গেছে প্রচুর ইলিশ ৷ চুঁচুড়া থেকে ব্যান্ডেল এই এলাকায় যে ইলিশ পাওয়া গেছে তা ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে র বিভিন্ন বাজারে এসে গেছে ইলিশ ৷
advertisement
3/4
প্রিয় ইলিশের দাম জানতে নিশ্চয় ইচ্ছা করছে দাম রয়েছে ৯০০ থেকে ১২০০ টাকার মধ্যে ৷
প্রিয় ইলিশের দাম জানতে নিশ্চয় ইচ্ছা করছে দাম রয়েছে ৯০০ থেকে ১২০০ টাকার মধ্যে ৷
advertisement
4/4
তবে সাইজ অবশ্য খুব বড় কিছু পাওয়া যাচ্ছে না ৷ ৮০০ থেকে ১ কেজি -র মাছ পাওয়া যাচ্ছে ৷ তবে দামটা যদি একটু বেশি মনে হয় তাহলে আর কি বসন্তে ইলিশ খেতে কিছু মূল্য তো চোকাতেই হবে ৷
তবে সাইজ অবশ্য খুব বড় কিছু পাওয়া যাচ্ছে না ৷ ৮০০ থেকে ১ কেজি -র মাছ পাওয়া যাচ্ছে ৷ তবে দামটা যদি একটু বেশি মনে হয় তাহলে আর কি বসন্তে ইলিশ খেতে কিছু মূল্য তো চোকাতেই হবে ৷
advertisement
advertisement
advertisement