IPL 2021; Shimron Hetmyer : ১৮৯ নম্বর জার্সি কেন পরেন! রহস্য ফাঁস করলেন হেটমায়ার

Last Updated:
shimron hetmyer: এত নম্বর থাকতে কেন ১৮৯! অদ্ভুত নম্বরের জার্সি পরে খেলার কারণ জানালেন ক্যারিবিয়ান তারকা।
1/5
১, ২, ৫, ১০, ২০ বা ৫০ নয়। একেবারে ১৮৯। এমন অদ্ভুত নম্বরের জার্সি পের খেলেন তিনি। যে কোনও খেলোয়াড়েরই পয়া নম্বর থাকে। জার্সিতে সেই নম্বরই লেখা থাকে। তা হলে কি ওয়েস্ট ইন্ডিজের সিমরন হেটমায়ারের পয়া নম্বর ১৮৯!
১, ২, ৫, ১০, ২০ বা ৫০ নয়। একেবারে ১৮৯। এমন অদ্ভুত নম্বরের জার্সি পের খেলেন তিনি। যে কোনও খেলোয়াড়েরই পয়া নম্বর থাকে। জার্সিতে সেই নম্বরই লেখা থাকে। তা হলে কি ওয়েস্ট ইন্ডিজের সিমরন হেটমায়ারের পয়া নম্বর ১৮৯!
advertisement
2/5
প্রতিটি ক্রিকেটারেরই জার্সি নম্বরের সঙ্গে জড়িয়ে থাকে অনেক কিছু। এই যেমন মহেন্দ্র সিং ধোনি সাত নম্বর জার্সি পরেন। সাত নম্বর তাঁর জন্য পয়া। তেমনই সিমরন হেটমায়ারের ১৮৯ নম্বর জার্সি পরার পিছনে কারণ রয়েছে।
প্রতিটি ক্রিকেটারেরই জার্সি নম্বরের সঙ্গে জড়িয়ে থাকে অনেক কিছু। এই যেমন মহেন্দ্র সিং ধোনি সাত নম্বর জার্সি পরেন। সাত নম্বর তাঁর জন্য পয়া। তেমনই সিমরন হেটমায়ারের ১৮৯ নম্বর জার্সি পরার পিছনে কারণ রয়েছে।
advertisement
3/5
ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি মারকুটে ব্যাটসম্যান সতীর্থ শ্রেয়স আইয়ারের সঙ্গে আড্ডায় ১৮৯ নম্বর জার্সির রহস্য উন্মোচন করেছেন। হেটমায়ার জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৮৯ রান তাঁর কেরিয়ারের সর্বোচ্চ স্কোর। তাই এই নম্বরের জার্সি পরে তিনি আইপিএলে খেলতে নেমেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি মারকুটে ব্যাটসম্যান সতীর্থ শ্রেয়স আইয়ারের সঙ্গে আড্ডায় ১৮৯ নম্বর জার্সির রহস্য উন্মোচন করেছেন। হেটমায়ার জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৮৯ রান তাঁর কেরিয়ারের সর্বোচ্চ স্কোর। তাই এই নম্বরের জার্সি পরে তিনি আইপিএলে খেলতে নেমেছেন।
advertisement
4/5
হেটমায়ার বলেছেন, আমি কোন ম্যাচে ১৮৯ করেছিলাম সেটা ভুলে গিয়েছি। তবে যেদিন আমি চাপমুক্ত হয়ে খেলতে নেমেছিলাম সেদিন ১৮৯ করেছিলাম বলে মনে আছে। ঘরের মাঠে করেছিলাম এত রান। ওটাই আমার সর্বোচ্চ রান এখনও পর্যন্ত। তাই ওটা জার্সিতে লিখে রেখেছি। ওই ম্যাচে আমি আউট হয়ে গিয়েছিলাম শেষ পর্যন্ত।
হেটমায়ার বলেছেন, আমি কোন ম্যাচে ১৮৯ করেছিলাম সেটা ভুলে গিয়েছি। তবে যেদিন আমি চাপমুক্ত হয়ে খেলতে নেমেছিলাম সেদিন ১৮৯ করেছিলাম বলে মনে আছে। ঘরের মাঠে করেছিলাম এত রান। ওটাই আমার সর্বোচ্চ রান এখনও পর্যন্ত। তাই ওটা জার্সিতে লিখে রেখেছি। ওই ম্যাচে আমি আউট হয়ে গিয়েছিলাম শেষ পর্যন্ত।
advertisement
5/5
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ছোট অথচ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন হেটমায়ার। ১৬ বলে ২৮ রান করেছিলেন তিনি। ৩২ বলে ৪৩ রান  করেছিলেন শ্রেয়স আইয়ার। রাজস্থানকে হারিয়েছিল দিল্লি।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ছোট অথচ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন হেটমায়ার। ১৬ বলে ২৮ রান করেছিলেন তিনি। ৩২ বলে ৪৩ রান করেছিলেন শ্রেয়স আইয়ার। রাজস্থানকে হারিয়েছিল দিল্লি।
advertisement
advertisement
advertisement