'কত টাকা হারাচ্ছে বুঝে পস্তাবে', রায়নার উপরে বেজায় ক্ষুব্ধ শ্রীনিবাসন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, দুবাইতে হোটেলের ঘর নিয়েই রায়নার সঙ্গে সিএসকে ম্যানেজমেন্টের মনোমালিন্যের সূত্রপাত৷
advertisement
advertisement
advertisement
advertisement
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, দুবাইতে হোটেলের ঘর নিয়েই রায়নার সঙ্গে সিএসকে ম্যানেজমেন্টের মনোমালিন্যের সূত্রপাত৷ রায়নার অভিযোগ, হোটেলের ঘরে কোনও ব্যালকনি ছিল না৷ কোয়ারেন্টাইন এবং কড়া বায়ো-সিকিওর পরিবেশের নিয়ম মানতে গিয়ে এমনিতেই ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে ক্রিকেটারদের৷ ঘরে ব্যালকনি না থাকায় তাই আরও হাঁসফাঁস করছিলেন বাঁ হাতি ব্যাটসম্যান৷
advertisement
advertisement