রাত পোহালেই আইপিএলের মিনি অকশন ৷ আটটি আইপিএল ফ্রাঞ্চাইজিই নিজেদের স্ট্র্যাটেজি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন৷ বৃহস্পতিবার সেই স্ট্র্যাটেজি কে কতটা কার্যকর করতে পারে এখন তা দেখানোর উত্তেজনাতেই ফুটছেন ফ্যানরা৷
advertisement
2/6
কিছু দিন আগেই বিভিন্ন দল নিজেদের কিছু প্লেয়ারকে রিটেন করে রেখেছে৷ আর কিছু ক্রিকেটারকে ছেড়ে দিয়ে একটু নতুন করে নেবে নিজেদের দলকে৷
advertisement
3/6
কখন কোথায় হবে আইপিএল ২০২১ -র নিলাম ? ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে হবে নিলাম৷
advertisement
4/6
কোথায় দেখা যাবে আইপিএলের নিলাম? ২০২১ এর আইপিএল নিলাম সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে৷ বিকেল ৩ টা থেকে হবে সম্প্রচার৷
advertisement
5/6
অনলাইনে কোথায় লাইভ স্ট্রিমিং দেখা যাবে? হটস্টারে আইপিএল ২০২১-র নিলাম দেখা যাবে অ্যাপ এবং ওয়েবসাইট থেকে৷ সেটাও বেলা ৩ টা থেকেই হবে৷
advertisement
6/6
আইপিএল ২০২১ -র নিলামে কতজন প্লেয়ারের নাম উঠেছে? ৮ ফ্রাঞ্চাইজি নিজেদের দলকে আরও একটু সাজিয়ে গুছিয়ে নেবেন বৃহস্পতিবারের আইপিএল থেকে৷ ২৯২ জন প্লেয়ারের নাম উঠবে অকশনে৷ ৮ টি দল নিজেদের ১৩৯ প্লেয়ারকে ধরে রেখেছে৷ ছেড়ে দিয়েছে ৫৭ জনকে৷