Magic Pregnancy: ‘ঘরে এত র*ক্তের গন্ধ কেন’- হস্টেল রুমে জেগে উঠল মেয়েটি, উপরের বার্থে শুয়ে থাকা ছাত্রী জন্ম দিল সন্তানের, কী ভাইরাল কাণ্ড
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Magic Pregnancy: কোনও আওয়াজ হল না , হস্টেল রুমের বিছানায় জন্ম নিল শিশু
কলকাতা: হস্টেলের রুমে এ কী কাণ্ড! রাতে হূলস্থূল৷ চিনের হুবেইতে বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের এক ছাত্রী মাঝরাতে তাঁর হোস্টেল রুমে অপ্রত্যাশিতভাবে সন্তান প্রসব করেন৷ গভীর রাতে নিজের আপার বার্থে অনেককে হতবাক করে দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই ছাত্রী, যার বয়স প্রায় ২০ বছর, তার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এবং বাড়ি ফিরে যাওয়ার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের বাসভবনেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গভীর রাতে তার উপরের বাঙ্কে শুয়ে থাকার সময় সে তীব্র পেটে ব্যথা অনুভব করতে শুরু করে। Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
জরুরি চিকিৎসা এবং দ্রুত ব্যবস্থাচিকিৎসকরা নবজাতকের ওজন ৪.৫ কেজি দেখতে পান, যা চিকিৎসাগতভাবে "বিশাল শিশু" হিসেবে শ্রেণীবদ্ধ। মায়ের প্রচণ্ড রক্তপাত হচ্ছিল এবং ভর্তির সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। মেডিকেল কর্মীরা প্রশ্ন তোলেন যে কীভাবে একজন গর্ভবতী ছাত্রীকে ছাত্রাবাসে তত্ত্বাবধান ছাড়াই থাকতে দেওয়া হল। চিকিৎসা পেশাদারদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ, মা এবং শিশু উভয়ই এখন নিরাপদ এবং সুস্থ হয়ে উঠছেন।
advertisement
advertisement