কে আমার বাবা ? ২৭ বছর বয়সে মেয়ে খুঁজে পেল ২৯ জন ভাই-বোন !

Last Updated:
1/6
ভাবছেন এটা কি বলিউড ছবি ভিকি ডোনারের সিকোয়েল ছবির গল্প ? আসলে, গল্পটা সত্যিই সিনেমার মতোই ৷ তবে এটা একেবারেই বাস্তব ঘটনা ৷ সান ফ্রানসিসকোর এক মহিলার সঙ্গেই ঘটল এমন এক আজব ঘটনা যা শুনলে হতবাক হবেন আপনি ৷ ২৭ বছর বয়সে, এসে সে কিনা জানতে পারল তাঁর আরও ২৯ জন ভাই-বোন রয়েছে !
ভাবছেন এটা কি বলিউড ছবি ভিকি ডোনারের সিকোয়েল ছবির গল্প ? আসলে, গল্পটা সত্যিই সিনেমার মতোই ৷ তবে এটা একেবারেই বাস্তব ঘটনা ৷ সান ফ্রানসিসকোর এক মহিলার সঙ্গেই ঘটল এমন এক আজব ঘটনা যা শুনলে হতবাক হবেন আপনি ৷ ২৭ বছর বয়সে, এসে সে কিনা জানতে পারল তাঁর আরও ২৯ জন ভাই-বোন রয়েছে !
advertisement
2/6
 সওনা হ্যারিসন ৷ বয়স ২৭ ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা কয়েক মাস আগেই জানতে পারে, তাঁর জন্ম হয়েছে টেষ্ট টিউব বেবি হিসেবে ৷ আর সওনা তাঁর বাবার স্পার্ম থেকে জন্ম নেননি ৷
সওনা হ্যারিসন ৷ বয়স ২৭ ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা কয়েক মাস আগেই জানতে পারে, তাঁর জন্ম হয়েছে টেষ্ট টিউব বেবি হিসেবে ৷ আর সওনা তাঁর বাবার স্পার্ম থেকে জন্ম নেননি ৷
advertisement
3/6
 সেদিন থেকেই সওনা চিন্তাভাবনা শুরু করেন, নিজের বায়োলজিক্যাল বাবাকে খুঁজে পেতে হবেই ৷ জানতে হবে, তিনি কতটা সুস্থ মানুষ ছিলেন ৷ আর এই খোঁজ নিতে গিয়ে, আজব সব খবরের সামনে এসে পড়েন সওনা ৷
সেদিন থেকেই সওনা চিন্তাভাবনা শুরু করেন, নিজের বায়োলজিক্যাল বাবাকে খুঁজে পেতে হবেই ৷ জানতে হবে, তিনি কতটা সুস্থ মানুষ ছিলেন ৷ আর এই খোঁজ নিতে গিয়ে, আজব সব খবরের সামনে এসে পড়েন সওনা ৷
advertisement
4/6
সওনা জানতে পারে ঠিক কোনও জায়গা থেকে স্পার্ম নিয়ে তাঁর জন্ম হয়েছিল ৷ সেখানে গিয়েই বায়োলজিক্যাল বাবার খোঁজ বেরিয়ে পড়েন সওনা ৷ কিন্তু শত চেষ্টার পরেও, বায়োলজিক্যাল বাবার খোঁজ পাননি তিনি ৷ তবে যা পেয়েছেন তা অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট ৷
সওনা জানতে পারে ঠিক কোনও জায়গা থেকে স্পার্ম নিয়ে তাঁর জন্ম হয়েছিল ৷ সেখানে গিয়েই বায়োলজিক্যাল বাবার খোঁজ বেরিয়ে পড়েন সওনা ৷ কিন্তু শত চেষ্টার পরেও, বায়োলজিক্যাল বাবার খোঁজ পাননি তিনি ৷ তবে যা পেয়েছেন তা অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট ৷
advertisement
5/6
 সওনা এক ইংরেজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি জানতে পারি আমার বাবা স্পার্ম ডোনার ছিলেন ৷ এটাই ছিল তাঁর পেশা ৷ সঙ্গে জানতে পারি আমিই শুধু নই ৷ গোটা শহর জুড়ে রয়েছে আমার ২৭ জন ভাইবোন ৷ যাদের জন্ম, আমার বায়োলজিক্যাল বাবার স্পার্ম দিয়ে ৷ ’
সওনা এক ইংরেজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি জানতে পারি আমার বাবা স্পার্ম ডোনার ছিলেন ৷ এটাই ছিল তাঁর পেশা ৷ সঙ্গে জানতে পারি আমিই শুধু নই ৷ গোটা শহর জুড়ে রয়েছে আমার ২৭ জন ভাইবোন ৷ যাদের জন্ম, আমার বায়োলজিক্যাল বাবার স্পার্ম দিয়ে ৷ ’
advertisement
6/6
 সবার সঙ্গেই প্ল্যান করে দেখা করেন সওনা ৷ একসঙ্গে মিলে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতেও দিয়েছেন সওনা ৷ বললেন, আমার বাবা যদি দেখেন তাহলে নিশ্চয়ই যোগাযোগ করবেন ৷
সবার সঙ্গেই প্ল্যান করে দেখা করেন সওনা ৷ একসঙ্গে মিলে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতেও দিয়েছেন সওনা ৷ বললেন, আমার বাবা যদি দেখেন তাহলে নিশ্চয়ই যোগাযোগ করবেন ৷
advertisement
advertisement
advertisement