৪৬ তম প্রেসিডেন্টকে স্বাগত জানাতে তৈরি ক্যাপিটল, গোসাঘরে খিল ট্রাম্পের
- Published by:Arka Deb
Last Updated:
১৫১ বছর পরে মার্কিন গণতন্ত্রে এমন একটা কালো দিন এল যেখানে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকছেন না বিদায়ী প্রেসিডেন্ট।
advertisement
advertisement
advertisement
বহুজনের মনে প্রশ্ন, বাইডেন কি আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন? ইতিহাস বলছে জর্জ ওয়াশিংটন মাত্র ১৩৩ শব্দে অভিষেক সেরেছেন। আবার হেনরি হ্যারিসন ৮০০০ শব্দ খরচ করেছেন। প্রথম ভাষণ থেকেই জাতিগঠনের কাজ শুরু করেন আব্রাহাম লিঙ্কন। তিনি শুরুতেই বলছিলেন কারও জন্য ঘৃণা নয়, সকলের জন্য সেবা। অস্থির সময়ে তাই প্রবল চর্চা বাইডেন কী বলবেন তাই নিয়ে।
advertisement
advertisement