প্রথম পোস্টাল স্ট্যাম্প, প্রথম স্কাই স্ক্র্যাপার, এমনকি আইফেল টাওয়ারের গড়ে ওঠা সবই তার জীবদ্দশায় ঘটেছে। দুটি বিশ্বযুদ্ধ দেখেছে সে। দেখে ফেলেছে করোনার অতিমারি। জোনাথনের চিকিৎসক জো হলিনস জানান, এই বিশেষ প্রজাতির কচ্ছপটির জল সহ্য করতে পারে না। তাই তাকে বিশেষভাবে তৈরি করা জল নিরোধক খাঁচায় রাখা হয়।