পুনর্জন্ম! মৃত্যু হওয়ার ৪৫ মিনিট পর বেঁচে উঠলেন পর্বতারোহী, অবাক চিকিৎসক মহল

Last Updated:
মৃত্যু হয়েছিল পর্বাতারোহীর, বন্ধ হয়ে গিয়েছিল হৃদস্পন্দন, ৪৫ মিনিট বন্ধ ছিল হার্ট! কিন্তু কথায় আছে , রাখে হরি মারে কে! মৃত্যুর দুনিয়ায় পৌঁছে গিয়েও ফিরে এলেন আমেরিকার ওয়াশিংটনের এক পর্বাতারোহী
1/6
মৃত্যু হয়েছিল পর্বাতারোহীর, বন্ধ হয়ে গিয়েছিল হৃদস্পন্দন, ৪৫ মিনিট বন্ধ ছিল হার্ট! কিন্তু কথায় আছে , রাখে হরি মারে কে!  মৃত্যুর দুনিয়ায় পৌঁছে গিয়েও ফিরে এলেন আমেরিকার ওয়াশিংটনের এক পর্বাতারোহী। অবাক চিকিৎসক মহল! ঘটনাকে 'অলৌকিক' বলেই মনে করছেন তাঁরা
মৃত্যু হয়েছিল পর্বাতারোহীর, বন্ধ হয়ে গিয়েছিল হৃদস্পন্দন, ৪৫ মিনিট বন্ধ ছিল হার্ট! কিন্তু কথায় আছে , রাখে হরি মারে কে! মৃত্যুর দুনিয়ায় পৌঁছে গিয়েও ফিরে এলেন আমেরিকার ওয়াশিংটনের এক পর্বাতারোহী। অবাক চিকিৎসক মহল! ঘটনাকে 'অলৌকিক' বলেই মনে করছেন তাঁরা
advertisement
2/6
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কে হারিয়ে যান ৪৫ বছর বয়সি মাইকেল ন্যাপিনস্কি নামে এক পর্বতারোহি। সারা রাত নিখোঁজ থাকার পর তাঁকে উদ্ধার করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কে হারিয়ে যান ৪৫ বছর বয়সি মাইকেল ন্যাপিনস্কি নামে এক পর্বতারোহি। সারা রাত নিখোঁজ থাকার পর তাঁকে উদ্ধার করা হয়।
advertisement
3/6
সিয়াটেল টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার পাহাড় থেকে হেলিকপ্টারে উদ্ধার করার পর মাইকেল-কে নিয়ে যাওয়া হয় হারবোরভিউ মেডিক্যাল সেন্টারে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সিয়াটেল টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার পাহাড় থেকে হেলিকপ্টারে উদ্ধার করার পর মাইকেল-কে নিয়ে যাওয়া হয় হারবোরভিউ মেডিক্যাল সেন্টারে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
4/6
হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আসার পর পর্বতারোহীর পালস ছিল। কিন্তু পরক্ষণেই বন্ধ হয়ে যায়। ইআরে থাকাকালীন মৃত্যু হয় তাঁর
হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আসার পর পর্বতারোহীর পালস ছিল। কিন্তু পরক্ষণেই বন্ধ হয়ে যায়। ইআরে থাকাকালীন মৃত্যু হয় তাঁর
advertisement
5/6
লাগাতার সিপিআর এবং extracorporeal membrane oxygenation (ECMO) মেশিনের তাঁর সাহায্যে হৃদযন্ত্র চালু করার চেষ্টা করেন চিকিৎসকেরা। কিন্তু লাভ হয়না, মাইকেলের হার্ট বন্ধই থাকে। তাঁকে মৃতই ধরে নেওয়া হয়।
লাগাতার সিপিআর এবং extracorporeal membrane oxygenation (ECMO) মেশিনের তাঁর সাহায্যে হৃদযন্ত্র চালু করার চেষ্টা করেন চিকিৎসকেরা। কিন্তু লাভ হয়না, মাইকেলের হার্ট বন্ধই থাকে। তাঁকে মৃতই ধরে নেওয়া হয়।
advertisement
6/6
অবশেষে অলৌকিকভাবেই ৪৫ মিনিট পর ফিরে আসে পর্বতারোহীর জীবন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।
অবশেষে অলৌকিকভাবেই ৪৫ মিনিট পর ফিরে আসে পর্বতারোহীর জীবন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।
advertisement
advertisement
advertisement