ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃত ১৬৮, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Last Updated:
1/6
ইন্দোনেশিয়ায় সুনামি ৷ মৃতের সংখ্যা বেড়ে হল ৬২ ৷ আহত ৬০০-রও বেশি ৷ বেশ কয়েকজনের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ ফলে আশঙ্কা করা করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ ২০০৪ সালের পর ফের ইন্দোনেশিয়ায় আঘাত হানল সুনামি। Photo Courtesy: Reuters
ইন্দোনেশিয়ায় সুনামি ৷ মৃতের সংখ্যা বেড়ে হল ৬২ ৷ আহত ৬০০-রও বেশি ৷ বেশ কয়েকজনের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ ফলে আশঙ্কা করা করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ ২০০৪ সালের পর ফের ইন্দোনেশিয়ায় আঘাত হানল সুনামি। Photo Courtesy: Reuters
advertisement
2/6
ক্রাকাতোয়ায় অগ্নুৎপাতের জেরে এই সুনামি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ এবারের সুনামি কোনও ভূমিকম্পের কারণে হয়নি। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবেই এ দিনের সুনামির কারণ। সুনামির প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। Photo Courtesy: Reuters
ক্রাকাতোয়ায় অগ্নুৎপাতের জেরে এই সুনামি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ এবারের সুনামি কোনও ভূমিকম্পের কারণে হয়নি। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবেই এ দিনের সুনামির কারণ। সুনামির প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। Photo Courtesy: Reuters
advertisement
3/6
বছর শেষে এই সময় বহু মানুষ ব্যস্ত ছিলেন নিজেদের পরিবার নিয়ে ৷ অনেকেই ছুটি কাটাতে এসেছিলেন দ্বীপে ৷ তখনই এই ভয়াবহ ঘটনা ৷ Photo Courtesy: AP
বছর শেষে এই সময় বহু মানুষ ব্যস্ত ছিলেন নিজেদের পরিবার নিয়ে ৷ অনেকেই ছুটি কাটাতে এসেছিলেন দ্বীপে ৷ তখনই এই ভয়াবহ ঘটনা ৷ Photo Courtesy: AP
advertisement
4/6
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও সুমাত্রার মধ্যে অবস্থিত সুন্দা স্ট্রেট আছড়ে পড়ে সুনামি ৷ সমুদ্রের আশেপাশের বহু বাড়ি ও হোটেল তলিয়ে গিয়েছে জলের তলায় ৷ গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ন’টায় সুনামি আছড়ে পড়ে ৷ আগে থেকে কোন রকম সতর্কবার্তা না থাকার ফলে কোন রকম ব্যবস্থা নেওয়া যায়নি ৷ তাই ক্ষতির মাত্রা বেশি হয়েছে ৷ Photo Courtesy: Reuters
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও সুমাত্রার মধ্যে অবস্থিত সুন্দা স্ট্রেট আছড়ে পড়ে সুনামি ৷ সমুদ্রের আশেপাশের বহু বাড়ি ও হোটেল তলিয়ে গিয়েছে জলের তলায় ৷ গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ন’টায় সুনামি আছড়ে পড়ে ৷ আগে থেকে কোন রকম সতর্কবার্তা না থাকার ফলে কোন রকম ব্যবস্থা নেওয়া যায়নি ৷ তাই ক্ষতির মাত্রা বেশি হয়েছে ৷ Photo Courtesy: Reuters
advertisement
5/6
সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাবার পাডেংল্যাং অঞ্চলের বানতেন এলাকা ৷ এখানেই রয়েছে উজাং কুলোন ন্যাশানল পার্ক ৷ ৩৩জনের মৃত্যুর খবর মিলেছে এই এলাকা থেকেই ৷ সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বাড়ছে ৷ দুর্গতদের নিয়ে আসা হয়েছে স্থানীয় মসজিদে ৷ Photo Courtesy: Reuters
সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাবার পাডেংল্যাং অঞ্চলের বানতেন এলাকা ৷ এখানেই রয়েছে উজাং কুলোন ন্যাশানল পার্ক ৷ ৩৩জনের মৃত্যুর খবর মিলেছে এই এলাকা থেকেই ৷ সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বাড়ছে ৷ দুর্গতদের নিয়ে আসা হয়েছে স্থানীয় মসজিদে ৷ Photo Courtesy: Reuters
advertisement
6/6
এমনিতেই ভূমিকম্প প্রবণ এই এলাকা ইন্দোনেশিয়া ৷ যদিও এবার গতবারের তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম। ২০০৪ সালে ভয়ঙ্কর এক সুনামির আঘাতে তছনছ হয়ে যায় ইন্দোনেশিয়া। মারা যান ১,২০,০০০ জন মানুষ। Photo Courtesy: Reuters
এমনিতেই ভূমিকম্প প্রবণ এই এলাকা ইন্দোনেশিয়া ৷ যদিও এবার গতবারের তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম। ২০০৪ সালে ভয়ঙ্কর এক সুনামির আঘাতে তছনছ হয়ে যায় ইন্দোনেশিয়া। মারা যান ১,২০,০০০ জন মানুষ। Photo Courtesy: Reuters
advertisement
advertisement
advertisement