শুধু মানুষ নয়, এই গ্রামে পশু-পাখিও অন্ধ! ভয়ঙ্কর রহস্য, রোম খাঁড়া হয়ে যাবে

Last Updated:
Mexico village: রহস্যে ঘেরা এই গ্রাম। প্রতিটি গ্রামবাসী এখানে অন্ধ। এমনকী পশু-পাখিও চোখে দেখে না।
1/5
এমন এক গ্রাম, যেখানে সবাই অন্ধ। মানুষ তো বটেই, এই গ্রামে পশু-পাখিও অন্ধ। শুনলে অবাক হয়ে যাবেন।
এমন এক গ্রাম, যেখানে সবাই অন্ধ। মানুষ তো বটেই, এই গ্রামে পশু-পাখিও অন্ধ। শুনলে অবাক হয়ে যাবেন।
advertisement
2/5
এই গ্রামের নাম টিল্টেপাক। এটি মেক্সিকোতে অবস্থিত। এখানে বসবাসকারী সকল মানুষ ও প্রাণী অন্ধ। তারা কিছুই দেখতে পান না। এখানে শিশুর জন্ম হলে তার চোখ ভাল থাকে, কিন্তু ধীরে ধীরে সেও অন্ধ হয়ে যায়।
এই গ্রামের নাম টিল্টেপাক। এটি মেক্সিকোতে অবস্থিত। এখানে বসবাসকারী সকল মানুষ ও প্রাণী অন্ধ। তারা কিছুই দেখতে পান না। এখানে শিশুর জন্ম হলে তার চোখ ভাল থাকে, কিন্তু ধীরে ধীরে সেও অন্ধ হয়ে যায়।
advertisement
3/5
এই গ্রামে বসবাসকারী উপজাতির লোকজন বিশ্বাস করেন, অভিশপ্ত একটি গাছ তাদের অন্ধত্বের কারণ। তারা বলেন, লাভাজুয়েলা নামে একটি গাছ আছে, যা দেখলে মানুষ থেকে পশু-পাখি সবাই অন্ধ হয়ে যায়। এই গাছটি কয়েক বছর ধরে গ্রামে রয়েছে।
এই গ্রামে বসবাসকারী উপজাতির লোকজন বিশ্বাস করেন, অভিশপ্ত একটি গাছ তাদের অন্ধত্বের কারণ। তারা বলেন, লাভাজুয়েলা নামে একটি গাছ আছে, যা দেখলে মানুষ থেকে পশু-পাখি সবাই অন্ধ হয়ে যায়। এই গাছটি কয়েক বছর ধরে গ্রামে রয়েছে।
advertisement
4/5
বিশেষজ্ঞদের দাবি, এই গ্রামে এক ধরণের বিষাক্ত মাছি রয়েছে। সেই মাছিই এখানকার মানুষ ও পশু-পাখিদের অন্ধত্বের কারণ
বিশেষজ্ঞদের দাবি, এই গ্রামে এক ধরণের বিষাক্ত মাছি রয়েছে। সেই মাছিই এখানকার মানুষ ও পশু-পাখিদের অন্ধত্বের কারণ
advertisement
5/5
মেক্সোকোর সরকার এই গ্রামের মানুষদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিল। তবে এখানকার উপজাতিরা অন্য আবহাওয়ায় মানিয়ে নিতে পারেননি।
মেক্সোকোর সরকার এই গ্রামের মানুষদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিল। তবে এখানকার উপজাতিরা অন্য আবহাওয়ায় মানিয়ে নিতে পারেননি।
advertisement
advertisement
advertisement