দীর্ঘদিন ধরেই তাঁর মুখ দেখার অপেক্ষায় ছিল বিশ্ব। আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে তার ছবি। কিন্তু সেই ছবিও বেজায় ঝাঁপসা। গত বছর আফগানিস্তানে রাজনৈতিক পালাবদলের পর মনে করা হয়েছিল, তিনি সামনে আসবেন। কিন্তু তা হয়নি। অবশেষে শনিবার তাঁর ছবি প্রকাশ্যে এল। প্রকাশ্যে এলেন কুখ্যাত জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি (Sirajuddin Haqqani)।
আফগান পুলিশকে তিনি মনে করিয়ে দিয়েছেন, দক্ষতার সঙ্গে মানুষের সঙ্গে মিশতে হবে৷ দেশের সব নাগরিক তালিবান জমানায় সুরক্ষিত, এটা বোঝাতে হবে৷ সেই সঙ্গে তালিবানের ভয়ে দেশ ছাড়া নাগরিকদেরও আফগানিস্তানে ফিরে আসার আবেদন জানিয়েছেন তিনি৷ দেশত্যাগীদের আশ্বস্ত করে তিনি বলেন, আফগানিস্তানে ফিরে আসার পর কাউকেই তালিবানি হুমকির মুখে পড়তে হবে না৷