Sunita Williams: মহাকাশে থাকার জন্য কত টাকা পান সুনীতা উইলিয়ামস? এই ৯ মাসের জন্য ওভারটাইম পাবেন? গুগল সার্চ হল দিনভর, উত্তর জানলে...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সার্চ হয়েছে সুনীতা উইলিয়মস কোথায় গিয়েছেন? তাঁর স্যালারি কত? এতদিন মহাকাশে থেকে তিনি কি উপরি কোনও পাওনা পাবেন? মহাকাশে কী খেতেন, কোথায় বাথরুম করতেন, সে সবও উঠে এসেছে ভারতীয়দের গুগল সার্চে৷
advertisement
মাত্র ৮ দিনের সফরে গিয়ে ২৮৬ দিন অর্থাৎ, প্রায় ৯ মাস আন্তর্জাতিক মহাকাশ গবেষণাকেন্দ্রে থাকতে হয়েছিল সুনীতা উইলিয়ামসদের৷ অবশেষে ১৮ মার্চ হল অপেক্ষার অবসান৷ পৃথিবীর মাটিতে, থুড়ি সমুদ্রে নামল সুনীতা উইলিয়মসদের ক্যাপসিউল ৷ আর তাঁদের ক্যাপসুল পৃথিবীর জল ছুঁতেই তাঁদের অভ্যর্থনা জানাতে চলে হলে এক ঝাঁক ডলফিন৷ সেই সমস্ত মন ভাল করে দেওয়া মুহূর্ত ধরা পড়ল নাসার ক্যামেরায়৷
advertisement
মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা সূত্রের খবর, ভারতীয় সময় মঙ্গলবার সকাল ১০.৩৫ মিনিটে স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানটি আইএসএস থেকে আনডক করা হয়৷ সেই ‘ড্রাগন’ মহাকাশযানেই ছিলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরক৷ তারপর একটানা ১৭ ঘণ্টার যাত্রা পৃথিবীতে অবতরণ করলেন সুনীতারা৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে যখন সুনীতাদের ক্যাপসিউল নামছে, তখন ঘড়িতে সময় বুধবার ভোর ৩.২৭ মিনিট৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তর হচ্ছে, না৷ CNBCTV18 এর একটি প্রতিবেদন অনুযায়ী, তেমন কোনও ওভারটাইম সুনীতারা পাবেন না৷ ২০০১০-১১ সালে মহাকাশে যাওয়া এক নভোচর কোলম্যান জানিয়েছেন, মহাকাশে থাকাকালীন তাঁদের ন্যূনতম একটি অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয়৷ সেই সময় তাঁদের দেওয়া হত দিনপ্রতি ৪ ডলার করে৷ বর্তমান সময়েও সেই নিয়ম থেকে থাকলে সুনীতারা ২৮৭ থাকার জন্য অতিরিক্ত $১,১৪৮ (প্রায় ১ লক্ষ টাকা) পাবেন৷