কার্যত নিজের দেশকে দেউলিয়া ঘোষণা করে দিল শ্রীলঙ্কা! আগেই খবর এসেছিল একাধিক বৈদেশিক ঋণের কারণে অর্থনীতি ধ্বংসের পথে পড়েছে। সাম্প্রতিকতম খবর এসেছে, সমস্ত বৈদেশিক ঋণ ফেরত দিতে পারছে না বলে ঘোষণা করে দিয়েছে শ্রীলঙ্কা।
2/ 5
শ্রীলঙ্কার অর্থমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, এখন সমস্ত ঋণদাতা, যাদের মধ্যে বিদেশি সরকারও রয়েছে, তাঁরা এখন চাইলে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে সেই সংস্থাগুলো। যে পরিমাণ ঋণ গ্রহণ করা হয়েছে, সেই ঋণের ক্ষেত্রে যে সুদ রয়েছে, তা আদায় করতে পারে সংস্থাগুলি।
3/ 5
পাশাপাশি বলা হয়েছে, শ্রীলঙ্কার সরকার যে কোনও পরিস্থিতিতে এই অর্থনৈতিক সমস্যা কাটাতে দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম। আরও কোনও অর্থনৈতিক সংকট কাটাতে এই সরকারের ব্যবস্থা নেওয়া দরকার, এক্ষেত্রেও সেই কারণেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
4/ 5
তবে শ্রীলঙ্কার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের অনুরোধ, ঋণদানকারীরা যেন সব সময় যথেষ্ট সাম্য বজায় রেখে ঋণ ফেরত নেওয়ার চেষ্টা করে। এই বিষয়ে আইএমএফ-কে মধ্যস্থতা করার কথাও বলেছে শ্রীলঙ্কা।
5/ 5
শ্রীলঙ্কার সংকট সে দেশের ২ কোটি মানুষকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। সেই নিয়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে সে দেশে। নিয়মিত আন্দোলন ও প্রতিবাদে উত্তাল হয়ে থেকেছে দ্বীপরাষ্ট্রের রাস্তা।