Knowledge Story: মরে যাওয়া মানুষের পচা মাংসের মতো গন্ধ! এই দৈত্যাকার ফুলের কাছে গেলে শিউরে উঠবেন যে কেউ

Last Updated:
একবার এই ফুল ফুটলে তা অবশ্য স্থায়ী হয় মাত্র ৪৮ ঘণ্টা, মানে দু’দিন৷ কিন্তু, যখন এই দৈত্যাকার ফুল ফোটে তখন তা সত্যিই দেখে স্তম্ভিত হয়ে যাওয়ার মতো দৃশ্য৷
1/7
গোলাপের মতো না হোক, রজনীগন্ধা, জুঁই, বেল..ফুল বলতে এদের সুগন্ধের কথাই তো মনে পড়ে প্রথমে৷ কিন্তু, এ কেমন ফুল, যা ফুটলেই প্রাণ অতিষ্ঠ হয়ে যায় আশপাশে থাকা সকলের!
গোলাপের মতো না হোক, রজনীগন্ধা, জুঁই, বেল..ফুল বলতে এদের সুগন্ধের কথাই তো মনে পড়ে প্রথমে৷ কিন্তু, এ কেমন ফুল, যা ফুটলেই প্রাণ অতিষ্ঠ হয়ে যায় আশপাশে থাকা সকলের!
advertisement
2/7
দৈত্যাকার এই লাল টকটকে ফুল, নাম আমর্ফোফ্যালস টাইটেনিয়াম (Amorphophallus Titanium)৷ একটা মানুষের দৈর্ঘ্যের চেয়ে ঢের বড় এবং লম্বা হয় এই ফুল৷ দেখলে অন্য কোনও গ্রহের বলে ভ্রম হতে পারে৷
দৈত্যাকার এই লাল টকটকে ফুল, নাম আমর্ফোফ্যালস টাইটেনিয়াম (Amorphophallus Titanium)৷ একটা মানুষের দৈর্ঘ্যের চেয়ে ঢের বড় এবং লম্বা হয় এই ফুল৷ দেখলে অন্য কোনও গ্রহের বলে ভ্রম হতে পারে৷
advertisement
3/7
এই ফুল ফুটলেই দুর্গন্ধে ভরে যায় চারপাশ৷ তা-ও আবার যে সে দুর্গন্ধ নয়, মরা মানুষের শরীরের পচে যাওয়া মাংসের গন্ধ৷
এই ফুল ফুটলেই দুর্গন্ধে ভরে যায় চারপাশ৷ তা-ও আবার যে সে দুর্গন্ধ নয়, মরা মানুষের শরীরের পচে যাওয়া মাংসের গন্ধ৷
advertisement
4/7
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার হাটিংডন লাইব্রেরিতে ফুটেছে এই বিশালাকার ফুল৷ কনসারভেটারির গার্ডেনার ব্রাইস ডান জানাচ্ছেন, এই ফুলের গন্ধ পচা মাংসের মতো৷  কিন্তু, কেন? এর পিছনে কি কোনও কারণ আছে?
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার হাটিংডন লাইব্রেরিতে ফুটেছে এই বিশালাকার ফুল৷ কনসারভেটারির গার্ডেনার ব্রাইস ডান জানাচ্ছেন, এই ফুলের গন্ধ পচা মাংসের মতো৷ কিন্তু, কেন? এর পিছনে কি কোনও কারণ আছে?
advertisement
5/7
ব্রাইস ডান জানাচ্ছেন, এই ফুলের পরাগ মিলন ঘটায় মাছিরা৷ এক বিশেষ প্রজাতির ক্যারিয়ন মাছি৷ ফুলের এই পচা মাংসের গন্ধই আকর্ষণ করে এই মাছিদের৷ গন্ধ যত বাড়ে, যত দূরে ছড়ায়, তত মাছিরা আকর্ষিত হয়ে এই ফুলের কাছে চলে আসে খাবারের লোভে৷ তারপর কিছু না বুঝেই এই ফুলের পরামগমিলন ঘটিয়ে ফেলে৷
ব্রাইস ডান জানাচ্ছেন, এই ফুলের পরাগ মিলন ঘটায় মাছিরা৷ এক বিশেষ প্রজাতির ক্যারিয়ন মাছি৷ ফুলের এই পচা মাংসের গন্ধই আকর্ষণ করে এই মাছিদের৷ গন্ধ যত বাড়ে, যত দূরে ছড়ায়, তত মাছিরা আকর্ষিত হয়ে এই ফুলের কাছে চলে আসে খাবারের লোভে৷ তারপর কিছু না বুঝেই এই ফুলের পরামগমিলন ঘটিয়ে ফেলে৷
advertisement
6/7
একবার এই ফুল ফুটলে তা অবশ্য স্থায়ী হয় মাত্র ৪৮ ঘণ্টা, মানে দু’দিন৷ কিন্তু, যখন এই দৈত্যাকার ফুল ফোটে তখন তা সত্যিই দেখে স্তম্ভিত হয়ে যাওয়ার মতো দৃশ্য৷
একবার এই ফুল ফুটলে তা অবশ্য স্থায়ী হয় মাত্র ৪৮ ঘণ্টা, মানে দু’দিন৷ কিন্তু, যখন এই দৈত্যাকার ফুল ফোটে তখন তা সত্যিই দেখে স্তম্ভিত হয়ে যাওয়ার মতো দৃশ্য৷
advertisement
7/7
ক্যালিফোর্নিয়ার কনসারভেটারিতে ফুলটি দেখতে আসা এক ব্যক্তি বলেন, ‘‘আমার অবশ্য গন্ধটা পচা মাংসের মতো লাগেনি৷ গন্ধটা অনেকটা শহুরে ডাস্টবিনের মতো৷’’
ক্যালিফোর্নিয়ার কনসারভেটারিতে ফুলটি দেখতে আসা এক ব্যক্তি বলেন, ‘‘আমার অবশ্য গন্ধটা পচা মাংসের মতো লাগেনি৷ গন্ধটা অনেকটা শহুরে ডাস্টবিনের মতো৷’’
advertisement
advertisement
advertisement