যদিও কিছুক্ষণ পর ট্রাম্প ফের সাংবাদিক সম্মেলনে ফিরে আসেন৷ সেখানে সাংবাদিকদেরও আটকে রাখা হয়েছিল৷ সেখানেই তিনি জানান হোয়াইট হাউসের মাঠের বাইরে কাউকে গুলি মারা হয়েছে৷ সিক্রেট সার্ভিস ট্যুইট করে জানিয়েছে , একজন নিরাপত্তা আধিকারিক গুলি চালিয়েছিলেন৷ তিনি 17th Street ও পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউতে এই শ্যুটিংয়ে যুক্ত ছিলেন৷ ’ Photo- Reuters
এদিকে অকুস্থল ঘিরে ফেলে সেখানে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে৷ এদিকে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ প্রদর্শনকারীদের মধ্যে এক ব্যক্তি ফিলিপোস মিলাকু জানিয়েছেন সন্ধ্যা ৫.৫০ নাগাদ গুলির আওয়াজ শোনেন৷ সেখানে তিনি পুরুষ কন্ঠের চিৎকার শুনতে পান৷ তারপরেই দেখেন নিরাপত্তারক্ষীরা AR-15s নিয়ে দৌড়োদৌড়ি করছেন৷ Photo- AP