হোয়াইট হাউসের বাইরেই চলল গুলি, সাংবাদিক সম্মেলন থেকে তড়িঘড়ি সরানো হল ট্রাম্পকে

Last Updated:
অকুস্থল ঘিরে ফেলে সেখানে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে ৷
1/7
সিক্রেট সার্ভিস গার্ড একজন গুলি মেরে হত্যা করল ওয়াশিংটনে৷ অভিযোগ সেই ব্যক্তি -র কাছে অস্ত্রশস্ত্র ছিল৷ আর এই ঘটনার পরেই হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলন থেকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে৷ Photo Courtesy- Twitter
সিক্রেট সার্ভিস গার্ড একজন গুলি মেরে হত্যা করল ওয়াশিংটনে৷ অভিযোগ সেই ব্যক্তি -র কাছে অস্ত্রশস্ত্র ছিল৷ আর এই ঘটনার পরেই হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলন থেকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে৷ Photo Courtesy- Twitter
advertisement
2/7
সাংবাদিক বৈঠক চলাকালীন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক তাঁকে কানেকানে এসে কিছু বলেন আর এরপরেই সেই বৈঠক মাঝপথে অসমাপ্ত রেখেই চলে যান ট্রাম্প৷ এরপরেই হোয়াইট হাউসের নর্থ লনে ভরে যায় কালো পোশাক পরিহিত সিক্রেট সার্ভিস এজেন্টে৷ Photo Reuters
সাংবাদিক বৈঠক চলাকালীন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক তাঁকে কানেকানে এসে কিছু বলেন আর এরপরেই সেই বৈঠক মাঝপথে অসমাপ্ত রেখেই চলে যান ট্রাম্প৷ এরপরেই হোয়াইট হাউসের নর্থ লনে ভরে যায় কালো পোশাক পরিহিত সিক্রেট সার্ভিস এজেন্টে৷ Photo Reuters
advertisement
3/7
যদিও কিছুক্ষণ পর ট্রাম্প ফের সাংবাদিক সম্মেলনে ফিরে আসেন৷ সেখানে সাংবাদিকদেরও আটকে রাখা হয়েছিল৷ সেখানেই তিনি জানান হোয়াইট হাউসের মাঠের বাইরে কাউকে গুলি মারা হয়েছে৷ সিক্রেট সার্ভিস ট্যুইট করে জানিয়েছে , একজন নিরাপত্তা আধিকারিক গুলি চালিয়েছিলেন৷ তিনি 17th Street ও পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউতে এই শ্যুটিংয়ে যুক্ত ছিলেন৷ ’ Photo- Reuters
যদিও কিছুক্ষণ পর ট্রাম্প ফের সাংবাদিক সম্মেলনে ফিরে আসেন৷ সেখানে সাংবাদিকদেরও আটকে রাখা হয়েছিল৷ সেখানেই তিনি জানান হোয়াইট হাউসের মাঠের বাইরে কাউকে গুলি মারা হয়েছে৷ সিক্রেট সার্ভিস ট্যুইট করে জানিয়েছে , একজন নিরাপত্তা আধিকারিক গুলি চালিয়েছিলেন৷ তিনি 17th Street ও পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউতে এই শ্যুটিংয়ে যুক্ত ছিলেন৷ ’ Photo- Reuters
advertisement
4/7
এদিকে ট্রাম্পও জানিয়েছেন নিরাপত্তা আধিকারিকদের কেউ কোনও সন্দেহভাজনকে দেখতে পেয়ে গুলি চালায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ট্রাম্প আরও জানিয়েছেন তিনি জানেন না যাঁকে গুলি করা হয়েছে তাঁর পরিচয় বা তাঁর মোটিভ৷ তিনি এটা নিশ্চিত করেন সন্দেহভাজনের কাছে অস্ত্র ছিল৷ Photo- Twitter
এদিকে ট্রাম্পও জানিয়েছেন নিরাপত্তা আধিকারিকদের কেউ কোনও সন্দেহভাজনকে দেখতে পেয়ে গুলি চালায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ট্রাম্প আরও জানিয়েছেন তিনি জানেন না যাঁকে গুলি করা হয়েছে তাঁর পরিচয় বা তাঁর মোটিভ৷ তিনি এটা নিশ্চিত করেন সন্দেহভাজনের কাছে অস্ত্র ছিল৷ Photo- Twitter
advertisement
5/7
হোয়াইট হাউসের ঠিক বাইরে এই ধরণের গুলি চালনার ঘটনায় প্রেসিডেন্টের সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন৷ তাহলে হামলা চালানোর প্ল্যানেই এই সব হয়েছিল৷ তবে মার্কিন প্রেসিডেন্ট সেই জল্পনায় জল ঢেলে বলেছেন যে জায়গায় এটা ঘটেছে সেখান থেকে তিনি যেখানে থাকেন সেই জায়গাটা অনেকটাই দূরে৷Photo- Reuters
হোয়াইট হাউসের ঠিক বাইরে এই ধরণের গুলি চালনার ঘটনায় প্রেসিডেন্টের সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন৷ তাহলে হামলা চালানোর প্ল্যানেই এই সব হয়েছিল৷ তবে মার্কিন প্রেসিডেন্ট সেই জল্পনায় জল ঢেলে বলেছেন যে জায়গায় এটা ঘটেছে সেখান থেকে তিনি যেখানে থাকেন সেই জায়গাটা অনেকটাই দূরে৷Photo- Reuters
advertisement
6/7
এদিকে অকুস্থল ঘিরে ফেলে সেখানে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে৷ এদিকে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ প্রদর্শনকারীদের মধ্যে এক ব্যক্তি ফিলিপোস মিলাকু জানিয়েছেন সন্ধ্যা ৫.৫০ নাগাদ গুলির আওয়াজ শোনেন৷ সেখানে তিনি পুরুষ কন্ঠের চিৎকার শুনতে পান৷ তারপরেই দেখেন নিরাপত্তারক্ষীরা AR-15s নিয়ে দৌড়োদৌড়ি করছেন৷ Photo- AP
এদিকে অকুস্থল ঘিরে ফেলে সেখানে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে৷ এদিকে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ প্রদর্শনকারীদের মধ্যে এক ব্যক্তি ফিলিপোস মিলাকু জানিয়েছেন সন্ধ্যা ৫.৫০ নাগাদ গুলির আওয়াজ শোনেন৷ সেখানে তিনি পুরুষ কন্ঠের চিৎকার শুনতে পান৷ তারপরেই দেখেন নিরাপত্তারক্ষীরা AR-15s নিয়ে দৌড়োদৌড়ি করছেন৷ Photo- AP
advertisement
7/7
এরপরেই প্রেসিডেন্টের সুরক্ষার কারণে তাঁকে দ্রুত অভ্যন্তরে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ সাংবাদিক সম্মেলনে পরে ফিরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পৃথিবী সবসময়েই দারুণ খতরনাক জায়গা,এই ধরণের ঘটনা নতুন কিছু নয়৷ ’Photo- Twitter
এরপরেই প্রেসিডেন্টের সুরক্ষার কারণে তাঁকে দ্রুত অভ্যন্তরে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ সাংবাদিক সম্মেলনে পরে ফিরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পৃথিবী সবসময়েই দারুণ খতরনাক জায়গা,এই ধরণের ঘটনা নতুন কিছু নয়৷ ’Photo- Twitter
advertisement
advertisement
advertisement