Tsunami Advisory: একের পর এক কম্পন, আসছে সুনামি? উপকূল অঞ্চল ফাঁকা, কাঁপছে ইজু দ্বীপ

Last Updated:
Tsunami Advisory: যে সামান্য কম্পন হয়েছে, তাতে তেমন বড় কোনও ক্ষতি হয়নি, তবে আশঙ্কা কমছে না৷
1/5
জাপানের তরফ থেকে নতুন করে জারি করা হয়েছে সুনামি সতর্কতা৷ জাপানের ইজু দ্বীপপুঞ্জে পরপর এসেছে একাধিক ভূমিকম্প৷ আর সেই কম্পনের কারণেই সুনামি আতঙ্ক দেখছে জাপান৷ যে সামান্য কম্পন হয়েছে, তাতে তেমন বড় কোনও ক্ষতি হয়নি, তবে আশঙ্কা কমছে না৷ (প্রতীকী ছবি)
জাপানের তরফ থেকে নতুন করে জারি করা হয়েছে সুনামি সতর্কতা৷ জাপানের ইজু দ্বীপপুঞ্জে পরপর এসেছে একাধিক ভূমিকম্প৷ আর সেই কম্পনের কারণেই সুনামি আতঙ্ক দেখছে জাপান৷ যে সামান্য কম্পন হয়েছে, তাতে তেমন বড় কোনও ক্ষতি হয়নি, তবে আশঙ্কা কমছে না৷ (প্রতীকী ছবি)
advertisement
2/5
ইতিমধ্যে সুনামির প্রায় ৬০ সেন্টিমিটার উঁচু ঢেউ দেখা দিয়েছে হাচিজোজিমা দ্বীপপুঞ্জে, যে দ্বীপপুঞ্জ টোকিও থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে৷ অন্য দিকে ৪০ সেন্টিমিটার ও ২০ সেন্টিমিটার উঁচু ঢেউ দেখা দিয়েছে কোচি ও মিয়াজিকাতে৷ ইতিমধ্যে জাপান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে জানিয়েছে৷
ইতিমধ্যে সুনামির প্রায় ৬০ সেন্টিমিটার উঁচু ঢেউ দেখা দিয়েছে হাচিজোজিমা দ্বীপপুঞ্জে, যে দ্বীপপুঞ্জ টোকিও থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে৷ অন্য দিকে ৪০ সেন্টিমিটার ও ২০ সেন্টিমিটার উঁচু ঢেউ দেখা দিয়েছে কোচি ও মিয়াজিকাতে৷ ইতিমধ্যে জাপান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে জানিয়েছে৷
advertisement
3/5
জাপানের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷ তবে টোকিওর কাছে উপকূলীয় চিবা শহরের থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ প্রশাসনের পক্ষ থেকে তোশিহিরো শিমোইয়ামা জানিয়েছেন, এখন সাগরের কাছে যাওয়া একেবারেই উচিত নয়৷ তিনি বলেছেন, ‘আপাতত উপকূলের কাছে কেউ যাবেন না৷’
জাপানের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷ তবে টোকিওর কাছে উপকূলীয় চিবা শহরের থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ প্রশাসনের পক্ষ থেকে তোশিহিরো শিমোইয়ামা জানিয়েছেন, এখন সাগরের কাছে যাওয়া একেবারেই উচিত নয়৷ তিনি বলেছেন, ‘আপাতত উপকূলের কাছে কেউ যাবেন না৷’
advertisement
4/5
 আমেরিকার জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে বলা হয়েছে, সাগরে কতগুলি কম্পন দেখা গিয়েছে৷ সেই কম্পনের মাত্রা ছিল ৫.৪৷ এই কম্পনের উৎসস্থল শিমোদা থেকে ৫৫১ কিলোমিটার দূরে৷
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে বলা হয়েছে, সাগরে কতগুলি কম্পন দেখা গিয়েছে৷ সেই কম্পনের মাত্রা ছিল ৫.৪৷ এই কম্পনের উৎসস্থল শিমোদা থেকে ৫৫১ কিলোমিটার দূরে৷
advertisement
5/5
এর আগে, একবার সুনামি সতর্কতা জারি করা হয়েছিল জাপানে, আর সে বারে ৬.৫ কম্পনমাত্রার কম্পন দেখা গিয়েছিল৷ সেই সময়েও এই সতর্কতা জারি করা হয়৷
এর আগে, একবার সুনামি সতর্কতা জারি করা হয়েছিল জাপানে, আর সে বারে ৬.৫ কম্পনমাত্রার কম্পন দেখা গিয়েছিল৷ সেই সময়েও এই সতর্কতা জারি করা হয়৷
advertisement
advertisement
advertisement