তিনি যেন সাক্ষাত্ মাসিহা! পোল্যান্ডের বাসিন্দা জ্যাকুব কোটোভিজ যুদ্ধের মাঝে অসহায় প্রাণীদের উদ্ধার করছেন। উদ্ধার হওয়া পোষা প্রাণীরা ধীরে ধীরে মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছে। জাকুব সাশা নামে একটি ২ মাস বয়সী ছাগলের বাচ্চাকেও বাঁচিয়েছেন।
2/ 5
একের পর এক কুকুর ও বিড়ালকে উদ্ধার করছেন জাকুব।
3/ 5
জাকুব একজন পশুচিকিত্সক। তিনি যুদ্ধের মাঝে থাকা অসহায় পশুদের বাঁচানোর জন্য দুটি গাড়িও কিনেছিলেন।
4/ 5
জাকুবের নিজস্ব ক্লিনিক রয়েছে। সেখানে তিনি পশুদের নিজের খরচায় চিকিত্সা করান।
5/ 5
ইউক্রেনে যুদ্ধের মাঝে থাকা পশুদের বাঁচাতে তিনি দিন-রাত উদ্ধারকাজ চালাচ্ছেন।