Jeans For Rs 50,000: আপনার জিন্সে আছে অদ্ভুত এই দাগ? এটি বিক্রি হচ্ছে ৫০ হাজার টাকায়, অদ্ভুত কাণ্ড

Last Updated:
Jeans For Rs 50,000: বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ধরনের স্টাইলও নতুন করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে৷ কখনও ‘নেকেড ড্রেসিং’ বা কখনও ‘আগলি ড্রেসিং’ ইন্টারনেটে ঝড় তুলেছে৷
1/5
সাধারণত বিভিন্ন রকমের জিন্স বর্তমান বাজারে জনপ্রিয়তা পেয়েছে৷ বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ধরনের স্টাইলও নতুন করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে৷ কখনও ‘নেকেড ড্রেসিং’ বা কখনও ‘আগলি ড্রেসিং’ ইন্টারনেটে ঝড় তুলেছে৷
সাধারণত বিভিন্ন রকমের জিন্স বর্তমান বাজারে জনপ্রিয়তা পেয়েছে৷ বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ধরনের স্টাইলও নতুন করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে৷ কখনও ‘নেকেড ড্রেসিং’ বা কখনও ‘আগলি ড্রেসিং’ ইন্টারনেটে ঝড় তুলেছে৷
advertisement
2/5
কিন্তু সম্প্রতি একটি অদ্ভুত ধরনের জিন্সের জনপ্রিয়তা শুরু হয়েছে গোটা বিশ্বজুড়ে৷ নেট মাধ্যমে সেই ছবিটি কার্যত ঝড় তুলেছে৷ অনেকেই বলছেন, এমন একটি জিন্সের দাম এত টাকা হতে পারে, তা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না৷
কিন্তু সম্প্রতি একটি অদ্ভুত ধরনের জিন্সের জনপ্রিয়তা শুরু হয়েছে গোটা বিশ্বজুড়ে৷ নেট মাধ্যমে সেই ছবিটি কার্যত ঝড় তুলেছে৷ অনেকেই বলছেন, এমন একটি জিন্সের দাম এত টাকা হতে পারে, তা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না৷
advertisement
3/5
ইন্টারনেটে ঝড় তুলেছে ‘পি স্টেনইড ডেনিম’৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রস্রাবের দাগ যুক্ত এক একটি জিন্স বিক্রি হচ্ছে বিশাল দামে৷ এটি তৈরি করেছে জর্ডনলুকা সংস্থা৷ সংস্থাটি তৈরি হয়েছে জর্ডন বাওয়েন ও লুকা মার্চেটোর তৈরি করা সংগঠনের তরফ থেকে৷ যেটি প্রদর্শিত হয়েছে মিলান ফ্যাশন উইকেও৷
ইন্টারনেটে ঝড় তুলেছে ‘পি স্টেনইড ডেনিম’৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রস্রাবের দাগ যুক্ত এক একটি জিন্স বিক্রি হচ্ছে বিশাল দামে৷ এটি তৈরি করেছে জর্ডনলুকা সংস্থা৷ সংস্থাটি তৈরি হয়েছে জর্ডন বাওয়েন ও লুকা মার্চেটোর তৈরি করা সংগঠনের তরফ থেকে৷ যেটি প্রদর্শিত হয়েছে মিলান ফ্যাশন উইকেও৷
advertisement
4/5
এটি টিকটক-সহ পৃথিবীর জনপ্রিয়তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে জনপ্রিয়তার ঝড় তুলেছে৷ সেখানেই অনেকে ভাবছেন, কে এই জিনস এত দামে কিনছেন, আর কেনই বা কিনছেন? ব্রিটিশ এই সংস্থাটি এই ধরনের জিনস বিক্রি করছেন ৬০৮ মার্কিন ডলারে, ভারতীয় অর্থে যেটি হচ্ছে ৫০ হাজারের বেশি৷
এটি টিকটক-সহ পৃথিবীর জনপ্রিয়তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে জনপ্রিয়তার ঝড় তুলেছে৷ সেখানেই অনেকে ভাবছেন, কে এই জিনস এত দামে কিনছেন, আর কেনই বা কিনছেন? ব্রিটিশ এই সংস্থাটি এই ধরনের জিনস বিক্রি করছেন ৬০৮ মার্কিন ডলারে, ভারতীয় অর্থে যেটি হচ্ছে ৫০ হাজারের বেশি৷
advertisement
5/5
আর এই জিনসটির একেবারে আসলটির দাম ৮১১ মার্কিন ডলার, যেটির দাম হতে চলেছে ৬৭ হাজার ৬০০ টাকা৷ একাধিক প্রকাশন সংস্থার মতে এই সংস্থাটি ৪১ হাজার কোটি টাকার বাণিজ্য করে৷
আর এই জিনসটির একেবারে আসলটির দাম ৮১১ মার্কিন ডলার, যেটির দাম হতে চলেছে ৬৭ হাজার ৬০০ টাকা৷ একাধিক প্রকাশন সংস্থার মতে এই সংস্থাটি ৪১ হাজার কোটি টাকার বাণিজ্য করে৷
advertisement
advertisement
advertisement