সঞ্জু ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয়ে করা রণবীর কাপুর জানিয়েছিলেন যে তিনি প্রায় ৩০৭ থেকে ৩০৮ জন মহিলার সঙ্গে মিলিত হয়েছিলেন ৷ এই শুনে অনেকেই অবাক হয়েছিলেন ৷ তবে অভিনেতাদের জীবন এমন রঙিন হয়ে থাকতে পারে বলেই অনেকের মত ছিল ৷ তবে শুধু অভিনেতা নন, সাধারণের জীবনেও এমন ঘটনা ঘটে ৷ আর কোন পুরুষ নয়, সেটা হয় মহিলাদের ক্ষেত্রেও ৷ এমনই এক মহিলা নাইজেরিয়ার সাই, যার গল্প শুনতে অবাক হতে হয় ৷ Photo Collected
মাত্র ১৩ বছরেই ভার্জিনিটি খোয়ান সাই ৷ গর্ভবতী হয়ে পড়েন তিনি ৷ ১৪ বছরে প্রথম সন্তানের জন্ম দেন তিনি ৷ সরকারি পরিষেবায় বড় হতে থাকে তার মেয়ে ৷ নিজেও সরকারি হোমে থাকতে শুরু করেন সায়ি ৷ বাড়ি থেকে দূরে থাকার ফলে একাকীত্বে ভুগতে থাকেন তিনি ৷ এতেই আরও বাড়তে থাকতে সেক্সের আশক্তি ৷ কিছুতেই নিজেকে আটকাতে পারতাম না ৷ Photo Collected
এরপর আবার গর্ভবতী হন তিনি ৷ এবার ছেলে সন্তানের জন্ম দেন সেয়ি ৷ দ্বিতীয়বার মা হওয়ার পর নিজেকে সংযত রাখার চেষ্টা করেন তিনি ৷ নিজের পার্টনারের সঙ্গেই দিনে ৪-৫বার মিলিত হতে থাকেন তিনি ৷ কিন্তু মন ভরে না ৷ মন বিষণ্ণ হতে থাকে ৷ ফের পর পুরুষের দিকে ঝুঁকতে থাকেন সায়ি ৷ এবারে অসুরক্ষিত সেক্সের ফলে আবারও গর্ভবতী হন সায়ি ৷ তবে এবার ভ্রণহত্যার মতো সিদ্ধান্ত নেন তিনি ৷ বয়ফ্রেন্ডকে ঠাকানো, দুই সন্তানদের না দেখা, সব মিলিয়েই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন সায়ি ৷ Photo Collected
এরপরও সেক্স থেকে মন সরে না তার ৷ আবারও গর্ভবতী হওয়া ও সন্তান নষ্ট করতে হয় সায়িকে ৷ কিন্তু এমন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েন ৷ কিছুতেই নিজের যৌন আসক্তির ওপর লাগাম টানতে পারেন না তিনি ৷ এটা যে রোগের পর্যায়ে পৌছঁ গিয়েছে, সেটা বুঝতে পারেন তিনি ৷ লজ্জায়-ঘন্নায়, সমাজ থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকেন সায়ি ৷ কাজেও অনিয়মিত হয়ে পড়েন তিনি ৷ ঘনঘন কামাই করতে থাকেন ৷ Photo Collected
এরপরই এক বন্ধু তাকে দ্যা সিক্রেট নামের একটি ডকিমেন্ট্রি দেখান ৷ সেখানে এই অত্যধিক মাত্রায় সেক্সের সমস্যার কথা বলা হয়েছে ৷ এরপরই নিজের চিকিৎসার শুরু করেন সায়ি ৷ প্রথমে ধীরে ধীরে সেক্সের মাত্রা কমাকে থাকেন ৷ তারপর নিজেকে একেবারে গুটিয়ে নেন তিনি ৷ প্রায় বছর চারেক যৌনতায় লিপ্ত হননি এই মহিলা ৷ Photo Collected