Monster Pumpkin: কুমড়ো নাকি দৈত্য ! পেটে ধরে যাবে গোটা মানুষ ! ওজন শুনলে চমকে যাবেন

Last Updated:
Monster Pumpkin: কুমড়ো নয় তো, এ যেন ছোট খাট দৈত্য! বিশ্বাস হচ্ছে না তো! এত বড় কুমড়ো আবার হয় নাকি! ঠিক এত বড় কুমড়োই পাওয়া গেল ইতালিতে।
1/5
কুমড়ো নয় তো, এ যেন ছোট খাট দৈত্য!  বিশ্বাস হচ্ছে না তো! এত বড় কুমড়ো আবার হয় নাকি! ঠিক এত বড় কুমড়োই পাওয়া গেল ইতালিতে। (Image: DW news/Twitter)
কুমড়ো নয় তো, এ যেন ছোট খাট দৈত্য! বিশ্বাস হচ্ছে না তো! এত বড় কুমড়ো আবার হয় নাকি! ঠিক এত বড় কুমড়োই পাওয়া গেল ইতালিতে। (Image: DW news/Twitter)
advertisement
2/5
প্রতিবছর অক্টোবর মাসে ইউরোপিয়ান কান্ট্রিতে কুমড়ো উৎসব হয়। এমনকি একটি প্রতিযোগিতাও হয়। কার কুমড়ো কত বড়। (Image: DW news/Twitter)
প্রতিবছর অক্টোবর মাসে ইউরোপিয়ান কান্ট্রিতে কুমড়ো উৎসব হয়। এমনকি একটি প্রতিযোগিতাও হয়। কার কুমড়ো কত বড়। (Image: DW news/Twitter)
advertisement
3/5
সেই প্রতিযোগিতাতেই পাওয়া গেল এক দৈত্যাকার কুমড়োকে। কিভাবে কাটা হবে এই কুমড়ো? ক্রেনে তুলে তবে ওজন করতে হচ্ছে এই বিশলাকার কুমড়োকে। (Image: DW news/Twitter)
সেই প্রতিযোগিতাতেই পাওয়া গেল এক দৈত্যাকার কুমড়োকে। কিভাবে কাটা হবে এই কুমড়ো? ক্রেনে তুলে তবে ওজন করতে হচ্ছে এই বিশলাকার কুমড়োকে। (Image: DW news/Twitter)
advertisement
4/5
যার ওজন শুনলে আপনি চমকে যাবেন। পড়ে এই কুমড়ো দিয়েই তৈরি হবে নানা কিছু। স্যুপ থেকে কুমড়ো জুস। কিন্তু এর ওজন এতটাই বেশি যে জিতে নিল পামকিন ওয়েয়িং চ্যাম্পিয়নশিপের প্রথম পুরস্কার। (Image: DW news/Twitter)
যার ওজন শুনলে আপনি চমকে যাবেন। পড়ে এই কুমড়ো দিয়েই তৈরি হবে নানা কিছু। স্যুপ থেকে কুমড়ো জুস। কিন্তু এর ওজন এতটাই বেশি যে জিতে নিল পামকিন ওয়েয়িং চ্যাম্পিয়নশিপের প্রথম পুরস্কার। (Image: DW news/Twitter)
advertisement
5/5
জানা গিয়েছে কুমড়োটির ওজন ১ হাজার ২১৭.৫ কিলোগ্রাম। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অবাক হয়েছেন এত বিশালাকার কুমড়ো দেখে। (Image: DW news/Twitter)
জানা গিয়েছে কুমড়োটির ওজন ১ হাজার ২১৭.৫ কিলোগ্রাম। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অবাক হয়েছেন এত বিশালাকার কুমড়ো দেখে। (Image: DW news/Twitter)
advertisement
advertisement
advertisement