International Mother Language Day in Dhaka: ভাষাদিবস পালন ঢাকায়, সাদা-কালো পোশাকে প্রভাতফেরি, অমর একুশে স্মরণ দেওয়াল লিখনে
- Published by:Teesta Barman
Last Updated:
International Mother Language Day in Dhaka: ২০ তারিখ রাত ৩টের পর থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই শহিদ মিনার প্রান্তর। ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে রাস্তায় প্রভাতফেরি করেছেন। মেঘলা আকাশে আবেগ ও গর্বে ভরে উঠেছে পথঘাট।
advertisement
advertisement
advertisement
advertisement
শহিদ মিনারের পাদদেশে এবং আশপাশে শিল্পীরা কাজ করতে পারেন ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ২০ তারিখ রাত ১২টার পর মানে ২১-এর প্রথম প্রহরে সে দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন। তাই নিরাপত্তার জন্য পুরো বিশ্ববিদ্যালয় এলাকা বিশেষ করে মিনারের চারপাশ নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকে।
advertisement
তার পর রাত ৩টের পর থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই শহিদ মিনার প্রান্তর। ১৯ তারিখ শহিদ মিনারের সামনের দেওয়ালে ছবি আঁকলেন শিল্পী শিশির ভট্টাচার্য। ২০ তারিখ বিকেল পর্যন্ত রাস্তায় আল্পনা দেওয়া হয়েছে। স্কুলের স্কাউট দলের ছাত্রছাত্রীরা ফুল দিয়ে সাজিয়েছেন মিনারের পাদদেশ। (ছবি: কামরুল হাসান মিথুন)
advertisement
advertisement