IN PICS: হিরোশিমা বিস্ফোরণের ৭৩ বছর

Last Updated:
1/6
আজ হিরোশিমা দিবসের ৭৩তম বার্ষিকী । ১৯৪৫ সালের ৬ অাগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তে পৃথিবীর ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। (Image: AP)
আজ হিরোশিমা দিবসের ৭৩তম বার্ষিকী । ১৯৪৫ সালের ৬ অাগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তে পৃথিবীর ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। (Image: AP)
advertisement
2/6
স্থানীয় সময় তখন সকাল ৮টা ১৫ মিনিট। অনেকের ঘুম ভাঙেনি তখনও। অনেকে সবেমাত্র বেরিয়েছেন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে। ঠিক এ সময় আকাশ হতে আছড়ে পড়ল ‘লিটল বয়’। কেঁপে উঠল জাপান। (Image: AP)
স্থানীয় সময় তখন সকাল ৮টা ১৫ মিনিট। অনেকের ঘুম ভাঙেনি তখনও। অনেকে সবেমাত্র বেরিয়েছেন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে। ঠিক এ সময় আকাশ হতে আছড়ে পড়ল ‘লিটল বয়’। কেঁপে উঠল জাপান। (Image: AP)
advertisement
3/6
 এ বিস্ফোরণে এক লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়। যদিও বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা এই সংখ্যার আড়াই গুণ। শহরের ৯০ শতাংশ বাড়ি একেবারে ধ্বংস হয়ে গেয়েছিল। (Image:AP)
এ বিস্ফোরণে এক লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়। যদিও বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা এই সংখ্যার আড়াই গুণ। শহরের ৯০ শতাংশ বাড়ি একেবারে ধ্বংস হয়ে গেয়েছিল। (Image:AP)
advertisement
4/6
অনুমান করা হয় যে, ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমাতে প্রায় এ লক্ষ ৪০ হাজার লোক মারা যান। এবং পরবর্তীতে এই শহরে বোমার পার্শ্বপ্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান আরও   লক্ষ জন। (mage: AP)
অনুমান করা হয় যে, ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমাতে প্রায় এ লক্ষ ৪০ হাজার লোক মারা যান। এবং পরবর্তীতে এই শহরে বোমার পার্শ্বপ্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান আরও লক্ষ জন। (mage: AP)
advertisement
5/6
মাত্র ০.৭ গ্রাম ইউরেনিয়ামের কারণেই সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ হয় বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এক ডলারের নোটের চেয়েও হালকা একটা পদার্থের কারণে এক ধাক্কায় প্রাণ হারান ৮০ হাজার মানুষ। (Image: AP)
মাত্র ০.৭ গ্রাম ইউরেনিয়ামের কারণেই সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ হয় বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এক ডলারের নোটের চেয়েও হালকা একটা পদার্থের কারণে এক ধাক্কায় প্রাণ হারান ৮০ হাজার মানুষ। (Image: AP)
advertisement
6/6
হিরোশিমার ঘটনার তিন দিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামে আরকেটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। তাতে প্রায় ৭৪ হাজার মানুষ নিহত হন।(Image: Kyodo/via REUTERS)
হিরোশিমার ঘটনার তিন দিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামে আরকেটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। তাতে প্রায় ৭৪ হাজার মানুষ নিহত হন।(Image: Kyodo/via REUTERS)
advertisement
advertisement
advertisement