হোম » ছবি » বিদেশ » গোটা পাকিস্তানে মাত্র ১% হিন্দু,কেমনভাবে পালিত হল এবারের দিওয়ালি,দেখুন অ্যালবাম
গোটা পাকিস্তানে মাত্র ১% হিন্দু, কেমনভাবে পালিত হল এবারের দিওয়ালি, দেখুন অ্যালবাম
Bangla Editor
1/ 5
`দেশে শনিবার দিওয়ালি উৎসব পালন হয়েছে ধুমধাম করে পালন করা হয়েছে৷ এই উৎসব উপলক্ষ্যে ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর নিয়ম মানা হচ্ছে৷ ভারতের পাশাপাশি পাকিস্তানেও দিওয়ালি পালন হচ্ছে৷
2/ 5
প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে হিন্দুরা দিওয়ালি পালন করেছেন মহা সমারোহে৷ করাচিতে হিন্দু মহিলারা নিজেদের ট্র্যাডিশানাল পোশাক পরে উৎসবে মাতেন৷ জ্বালান প্রদীপ৷
3/ 5
এই বিশেষ অনুষ্ঠানে করাচির স্বামী নারায়ণ মন্দির আলোর মালায় সাজানো হয়৷ রঙিন আলো, রঙ্গোলি দিয়ে সাজানো হয়েছিল মন্দির প্রাঙ্গন৷ মন্দিরে ভিড়ও হয়েছিল৷
4/ 5
দিওয়ালির বিশেষ অনুষ্ঠানে পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খান হিন্দুদের দিওয়ালির শুভকামনা জানিয়েছেন৷ তিনি ট্যুইট করে লেখেন সব হিন্দু ধর্মাবলম্বীদের হ্যাপি দিওয়ালি৷
5/ 5
পাকিস্তানে ১৯৪৭ সালে হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার ২৪ শতাংশ ছিল৷ কিন্তু এখন সেটা কমে মাত্র এক শতাংশে দাঁড়িয়েছে৷ পাকিস্তানে বড় সংখ্যায় হিন্দুদের ধর্মান্তকরণ করা হয়৷ যার জন্য বহু মানুষ পলায়ন করেন৷