Bangladesh: মাফিয়াদের হাতে ছেলে বন্দি লিবিয়ায়, বাঙালি মায়ের মনের জোর সাড়া ফেলল বিশ্বে! কী করলেন মহিলা?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh: দালালদের মাধ্যমে মুক্তিপণ হিসেবে কয়েক দফায় টাকা দিলেও ছেলেকে কিছুতেই পাচ্ছিলেন না বাংলাদেশে থাকা মা শাহিনুর আক্তার।
advertisement
তাই আর অপেক্ষা করতে চাননি তিনি। তাই সেই মা পৌঁছে যান লিবিয়ায়। দেড় মাস এখানে-ওখানে ছুটে বেড়ান তিনি। ছেলের সন্ধানও বের করে ফেলেন। বাংলাদেশ দূতাবাস ও আইওএমের (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন) সহযোগিতায় শেষমেশ মুক্তি পান ইয়াকুব। কিন্তু তাতেও সমস্যা হয়েছিল। তবে, আলাদা আলাদা দেশে ফিরে দেখা হয় মা-ছেলের।
advertisement
advertisement
বাংলা ছাড়া আর অন্য কোনও ভাষা জানেন না শাহিনুর। সেই বাংলা ভাষাকে সম্বল করে ছেলেকে দেশে ফিরিয়ে আনার গল্প এখন এলাকাজুড়ে চলছে। চার বছর আগে শাহিনুরের স্বামী আবুল খায়ের লিবিয়ায় যান। সেখানে তিনি নির্মাণকাজে নাম লেখান। আবুল খায়ের বিদেশে যাওয়ার ২ মাস ১০ দিন পর একমাত্র ছেলে ইয়াকুব হাসানকেও লিবিয়ায় নিয়ে যান তিনি।
advertisement
advertisement
পরে সে ফের ইতালিতে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এবারও ধরা পড়েন। তবে এবার তাঁর কোনও খোঁজ প্রথম দিকে পাননি পরিবারের সদস্যরা। দেড় মাস পর দালালরা তাঁর বাবা ও মায়ের সঙ্গে যোগাযোগ করেন। এই সময়ে তাঁরা পরিবারটির কাছ থেকে কয়েক দফায় অন্তত ১৮ লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ। ছেলের বিপদের কথা শুনে চলতি বছরের ৯ জানুয়ারি শাহনুর ঢাকা থেকে দুবাই ও মিশর হয়ে চার দিনের মাথায় লিবিয়ায় যান। সেখান থেকেই ছেলেকে উদ্ধার করে নিয়ে আসেন।