দেশে ফেরার, ওভালের গ্যালারিতে বিন্দাস ম্যাচ উপভোগ বিজয় মালিয়ার!

Last Updated:
ভারতে তিনি অভিযুক্ত৷ ৯হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেশ ছেড়েছেন৷ সেই বিজয় মালিয়াই দারুণভাবে উপভোগ করলেন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ৷
1/5
ঋণখেলাপি মামলায় অভিযুক্ত বিজয় মালিয়া, বহু বছর দেশ ছাড়া৷ তাকে দেশে ফরানোর তোড়জোড় শুরু হয়েছে৷ কিন্তু তাতে কী, বিজয় মালিয়া আছেন বিন্দাস!রবিবার ওভালে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে এলেন এই লিকার ব্যারন৷ Photo Collected
ঋণখেলাপি মামলায় অভিযুক্ত বিজয় মালিয়া, বহু বছর দেশ ছাড়া৷ তাকে দেশে ফরানোর তোড়জোড় শুরু হয়েছে৷ কিন্তু তাতে কী, বিজয় মালিয়া আছেন বিন্দাস!রবিবার ওভালে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে এলেন এই লিকার ব্যারন৷ Photo Collected
advertisement
2/5
মাঠে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন তিনি৷ মালিয়া জানিয়েছেন যে আপাতত তিনি ম্যাচ দেখতে এসেছেন৷ তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে মামলা চলছে, পরবর্তী শুনানি জুলাই মাসে৷ Photo Collected
মাঠে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন তিনি৷ মালিয়া জানিয়েছেন যে আপাতত তিনি ম্যাচ দেখতে এসেছেন৷ তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে মামলা চলছে, পরবর্তী শুনানি জুলাই মাসে৷ Photo Collected
advertisement
3/5
৯ হাজার কোটি টাকার জালিয়াতি মামলা রয়েছে বিজয় মালিয়ার বিরুদ্ধে৷ বিপুল পরিমাণ ঋণ নিয়ে তা শোধ না করেই নিঃশব্দে দেশ ছাড়েন মালিয়া৷ তারপর থেকেই তাকে দেশে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে৷ Photo Collected
৯ হাজার কোটি টাকার জালিয়াতি মামলা রয়েছে বিজয় মালিয়ার বিরুদ্ধে৷ বিপুল পরিমাণ ঋণ নিয়ে তা শোধ না করেই নিঃশব্দে দেশ ছাড়েন মালিয়া৷ তারপর থেকেই তাকে দেশে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে৷ Photo Collected
advertisement
4/5
বিজয় মালিয়া রয়েছেন ইংল্যান্ডে৷ তার বিরুদ্ধে মামলায় জানানো হয়েছে যে দেশে ফিরিয়ে আনলে তাকে যে জেলে রাখা হবে, তাতে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেই৷ সেই কারণেই তাদের দেশ থেকে মালিয়াকে ভারতে পাঠানোর নির্দেশ দিতে পারবে না ইংল্যান্ডের আদালত৷  Photo Collected
বিজয় মালিয়া রয়েছেন ইংল্যান্ডে৷ তার বিরুদ্ধে মামলায় জানানো হয়েছে যে দেশে ফিরিয়ে আনলে তাকে যে জেলে রাখা হবে, তাতে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেই৷ সেই কারণেই তাদের দেশ থেকে মালিয়াকে ভারতে পাঠানোর নির্দেশ দিতে পারবে না ইংল্যান্ডের আদালত৷ Photo Collected
advertisement
5/5
চিরকালই নিজের বিলাশবহুল লাইফস্টালের জন্য পরিচিত বিজয় মালিয়া৷ তার বিরুদ্ধে জালিয়াতি মামলার অভিযোগ চলাকালীনই এর আগেও মাঠে খেলা দেখতে উপস্থিত ছিলেন তিনি৷ Photo Collected
চিরকালই নিজের বিলাশবহুল লাইফস্টালের জন্য পরিচিত বিজয় মালিয়া৷ তার বিরুদ্ধে জালিয়াতি মামলার অভিযোগ চলাকালীনই এর আগেও মাঠে খেলা দেখতে উপস্থিত ছিলেন তিনি৷ Photo Collected
advertisement
advertisement
advertisement