Donald Trump: ‘ওরা পরমাণু যুদ্ধের দোরগোড়ায় ছিল...!’ ফের একবার ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের

Last Updated:
Trump Calls India-Pakistan Truce One Of 2025’s Key Wins: ট্রাম্প ফের দাবি করলেন, ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানকে একটি বিধ্বংসী যুদ্ধের দোরগোড়া থেকে তিনি ফিরিয়ে আনেন, আর সেই সংঘাত ছিল নাকি পরমাণু হামলার দোরগোড়ায় ।
1/7
নোবেল পুরস্কার না পাওয়ার হতাশা যেন ভুলতেই পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হতাশা লুকিয়েও রাখেননি তিনি। মাঝেমধ্যেই তাঁর কথায় নোবেল না পাওয়া নিয়ে হতাশা বা ক্ষোভ ধরা পড়ে ৷ অনেক আগেই নরওয়ের প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার নিয়ে চিঠি লিখেছিলেন ট্রাম্প। আর এবার তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়া নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধের বিষয়টি তুলে ধরেছেন। (Photo: AP)
নোবেল পুরস্কার না পাওয়ার হতাশা যেন ভুলতেই পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হতাশা লুকিয়েও রাখেননি তিনি। মাঝেমধ্যেই তাঁর কথায় নোবেল না পাওয়া নিয়ে হতাশা বা ক্ষোভ ধরা পড়ে ৷ অনেক আগেই নরওয়ের প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার নিয়ে চিঠি লিখেছিলেন ট্রাম্প। আর এবার তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়া নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধের বিষয়টি তুলে ধরেছেন। (Photo: AP)
advertisement
2/7
ট্রাম্প দাবি করলেন, ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানকে একটি বিধ্বংসী যুদ্ধের দোরগোড়া থেকে তিনি ফিরিয়ে আনেন, আর সেই সংঘাত ছিল নাকি পরমাণু হামলার দোরগোড়ায় । (Photo: AP)
ট্রাম্প দাবি করলেন, ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানকে একটি বিধ্বংসী যুদ্ধের দোরগোড়া থেকে তিনি ফিরিয়ে আনেন, আর সেই সংঘাত ছিল নাকি পরমাণু হামলার দোরগোড়ায় । (Photo: AP)
advertisement
3/7
দ্বিতীয় দফা দায়িত্ব নেওয়ার একবছর পূর্তি উপলক্ষে আয়োজিত ইভেন্টে সাংবাদিকদের সামনে ট্রাম্প বললেন, ‘‘আমি ১০ মাসে ৮টি অন্তত যুদ্ধ বন্ধ করেছি, ভারত-পাকিস্তান যুদ্ধের পথেই ছিল। আটটা বিমান ধ্বংস করা হয়েছিল। ওরা পরমাণু হাতিয়ার ব্যবহারের দিকেও যাচ্ছিল, আমার মনে হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন এখানে এসে আমাকে বলেছিলেন আপনি কোটি
দ্বিতীয় দফা দায়িত্ব নেওয়ার একবছর পূর্তি উপলক্ষে আয়োজিত ইভেন্টে সাংবাদিকদের সামনে ট্রাম্প বললেন, ‘‘আমি ১০ মাসে ৮টি অন্তত যুদ্ধ বন্ধ করেছি, ভারত-পাকিস্তান যুদ্ধের পথেই ছিল। আটটা বিমান ধ্বংস করা হয়েছিল। ওরা পরমাণু হাতিয়ার ব্যবহারের দিকেও যাচ্ছিল, আমার মনে হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন এখানে এসে আমাকে বলেছিলেন আপনি কোটি
advertisement
4/7
ডোনাল্ড ট্রাম্প আরও জানান, নোবেল শান্তি পুরস্কারের বিষয়টি নরওয়ের হাতে। তবে তাঁর এই পুরস্কারে সম্মানিত হওয়া উচিত। এদিন তিনি বলেন, ‘‘আমি নোবেল পুরষ্কার নিয়ে চিন্তা নাও করতে পারি, তবে আমি জীবন বাঁচানোর বিষয়ে চিন্তা করি।’’ (Photo: AP)
ডোনাল্ড ট্রাম্প আরও জানান, নোবেল শান্তি পুরস্কারের বিষয়টি নরওয়ের হাতে। তবে তাঁর এই পুরস্কারে সম্মানিত হওয়া উচিত। এদিন তিনি বলেন, ‘‘আমি নোবেল পুরষ্কার নিয়ে চিন্তা নাও করতে পারি, তবে আমি জীবন বাঁচানোর বিষয়ে চিন্তা করি।’’ (Photo: AP)
advertisement
5/7
ট্রাম্প বলেন, ‘‘যারা মনে করেন নরওয়ে নোবেল পুরস্কার কে পাবে, তা নিয়ন্ত্রণ করে না, তাঁরা নিশ্চয়ই মজা করছেন। নোবেল পুরস্কারের জন্য একটি বোর্ড নিশ্চয়ই আছে। কিন্তু নরওয়ে সেই বোর্ডকে নিয়ন্ত্রণ করে। নরওয়ে কী বলে তাতে আমার কিছু যায় আসে না।’’ (Photo: AP)
ট্রাম্প বলেন, ‘‘যারা মনে করেন নরওয়ে নোবেল পুরস্কার কে পাবে, তা নিয়ন্ত্রণ করে না, তাঁরা নিশ্চয়ই মজা করছেন। নোবেল পুরস্কারের জন্য একটি বোর্ড নিশ্চয়ই আছে। কিন্তু নরওয়ে সেই বোর্ডকে নিয়ন্ত্রণ করে। নরওয়ে কী বলে তাতে আমার কিছু যায় আসে না।’’ (Photo: AP)
advertisement
6/7
এরপর ট্রাম্প বলেন, ‘‘নোবেল পুরস্কার নিয়ে আমার কিছু যায় আসে না। একজন অসাধারণ নারী মারিয়া মাচাদো ভেবেছিলেন আমি এর যোগ্য এবং তিনি চেয়েছিলেন আমি যেন এটি জিততে পারি। আমি এর প্রশংসা করি।’’ (Photo: AP)
এরপর ট্রাম্প বলেন, ‘‘নোবেল পুরস্কার নিয়ে আমার কিছু যায় আসে না। একজন অসাধারণ নারী মারিয়া মাচাদো ভেবেছিলেন আমি এর যোগ্য এবং তিনি চেয়েছিলেন আমি যেন এটি জিততে পারি। আমি এর প্রশংসা করি।’’ (Photo: AP)
advertisement
7/7
৫০০ শতাংশ শুল্ক আরোপ সংক্রান্ত বিল নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে আমেরিকায়। সম্প্রতি রিপাবলিকান পার্টির সদস্য লিন্ডসে গ্রাহাম জানান, শীঘ্রই মার্কিন আইনসভায় এই সংক্রান্ত বিল পেশ হতে চলেছে। বেসেন্ট সেই বিষয়টি উল্লেখ করে জানান, ট্রাম্প এই বিলে সবুজ সঙ্কেত দিয়েছেন। লিন্ডসের ব্যাখ্যা ছিল, এই বিল পাশ হলে যে সমস্ত দেশ সস্তায় রাশিয়ার তেল কিনে (ভ্লাদিমির) পুতিনকে যুদ্ধে সহায়তা করছে, তাদের শাস্তি দিতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প। (Photo: AP)
৫০০ শতাংশ শুল্ক আরোপ সংক্রান্ত বিল নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে আমেরিকায়। সম্প্রতি রিপাবলিকান পার্টির সদস্য লিন্ডসে গ্রাহাম জানান, শীঘ্রই মার্কিন আইনসভায় এই সংক্রান্ত বিল পেশ হতে চলেছে। বেসেন্ট সেই বিষয়টি উল্লেখ করে জানান, ট্রাম্প এই বিলে সবুজ সঙ্কেত দিয়েছেন। লিন্ডসের ব্যাখ্যা ছিল, এই বিল পাশ হলে যে সমস্ত দেশ সস্তায় রাশিয়ার তেল কিনে (ভ্লাদিমির) পুতিনকে যুদ্ধে সহায়তা করছে, তাদের শাস্তি দিতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প। (Photo: AP)
advertisement
advertisement
advertisement