১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা সেনা কনভয়ে হামলার দায় নিয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এরপর থেকেই পাকিস্তানের কাছে জইশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে ভারত। আন্তর্জাতিক স্তরে জইশের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছে ভারত। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাওহালপুরের হেডকোয়ার্টার থেকেই জইশের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে ।
লাহোর থেকে ৪,৫০০ কি.মি. দূরে অবস্থিত এই হেডকোয়ার্টার । প্রায় ৩ একর জমির উপর ৬০০ ক্যাডারকে নিয়ে এই হেডকোয়ার্টার । এই হেডকোয়ার্টারে রয়েছে জিম, সুইমিং পুল সহ নানা অত্যাধুনিক সুবিধাও । মার্কাজ শুভানল্লায় জইশের যাবতীয় শীর্ষস্তরের বৈঠকও হয়ে থাকে । যুবকদের 'জিহাদের' প্রশিক্ষণ দেওয়ার প্রাথমিক কাজও এই মার্কাজ শুভানল্লায় হয়ে থাকে।