Bomb Blast: আর একটু হলেই উড়ে যেত জার্মানির গোটা শহর! তিন-তিনটি বিরাট বোমা, কিছুক্ষণের মধ্যেই ভুতুড়ে শহর হয়ে গেল কোলন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bomb Blast: পাবলিক ব্রডকাস্টার ওয়েস্টডয়েচার রান্ডফাঙ্ক (WDR) জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী দল ২০ টনের এবং ১০ টনের দুটি বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে। বোমাগুলো 'ইমপ্যাক্ট ফিউজ' দিয়ে সজ্জিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বৃহস্পতিবার বিকেল থেকেই বোমা নিষ্ক্রিয় করতে বিশেষজ্ঞরা অভিযানের প্রস্তুতি শুরু করেন। বোমা পাওয়া কোলন শহরের ডয়ট্জ এলাকার চারপাশে প্রায় এক হাজার বর্গমিটার এলাকাজুড়ে ‘স্পারজোন’ বা চলাচল নিষিদ্ধ এলাকা তৈরি করা হয়। ওই এলাকায় বসবাসকারী সব বাসিন্দাকে তাঁদের বাড়িঘর ছেড়ে বন্ধু, আত্মীয় বা শহর কর্তৃপক্ষের নির্ধারিত আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়।
advertisement