১৬ টি পরমাণু বোমা বহন করতে সক্ষম, আমেরিকার সবচেয়ে খতরনাক যুদ্ধবিমান মোতায়েন হতে চলেছে ভারত -চিন সীমান্তে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আমেরিকার যুদ্ধবিমানগুলির মধ্যে এটাই সবচেয়ে বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন বিমান৷ ক্ষমতা জানলে অবাক হবেন৷
advertisement
advertisement
আমেরিকায় সংবাদপত্রে -র খবর অনুযায়ি ভারত -আমেরিকা এই সংযুক্ত যুদ্ধ অভ্যাস হবে ইন্দো-চিন সীমান্তে ৷ এই মহড়ার প্রস্তুতি চলছে দুই দেশেই৷ ভারতের প্রতি ভালোবাসা ও মৈত্রী দেখাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ৷ তার পাশাপাশি নিজেদের যুদ্ধবিমানের ক্ষমতাও পরীক্ষা করে দেখে নেবেন তারা৷ ভারতীয় সীমায় এই সুযোগ তারা পাবে৷ Photo- Collected
advertisement
তিন বি -২ বোমা বর্ষণকারী বিমান আমেরিকার ন্যাভাল বেস দিয়েগো গার্সিয়া -রাখা হয়েছে৷ যেটা ভারতের সীমান্ত থেকে মাত্র ১০০০ মাইল দূরে রয়েছে৷ আমেরিকা ইরাক ও আফগানিস্তানের ওপর হামলা চালানোর জন্য ব্যবহার হয়েছিল৷ আমেরিকার কমান্ডার কর্ণেল ক্রিস্টোফার জানিয়েছেন ২৯ ঘণ্টা যাত্রা করে এই বিমান পৌঁছেছে৷ Photo- Collected
advertisement