সেনাদের আরও শক্তিশালী করতে মার্শাল আর্ট ট্রেনার পাঠালো চিন, পাল্টা জবাব দিতে ভারতের Mountain Force

Last Updated:
ভারত -চিন সীমান্ত উত্তেজনা ঘিরে প্রস্তুতি জারি
1/4
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আশান্তি ক্রমশ বাড়ছে । সূ্ত্রের খবর ভারত-চিন সীমান্তে এই মুহূ্র্তে প্রায় যুদ্ধের মতো পরিস্থিতি ৷ দিন কয়েক আগে খবর পাওয়া গিয়েছিল চিন নিজেদের সীমান্তে মার্শাল আর্ট ট্রেনার পাঠিয়েছে ৷ এর জবাব দেওয়ার জন্য মাউন্টেন ফোর্সকে পাঠিয়েছে ৷ ভারত মাউন্টেন এলাকার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ব্যাটেল গ্রুপ আবিজি বহাল করছে ৷ এই সেনা গ্রুপকেই সহজ কথায় মাউন্টেন ফোর্স বলা হয় ৷ চিনের সঙ্গে মোকাবিলা করার জন্য এই ১৭ নম্বর মাউন্টেন ফোর্সকে তৈরি করা হয়েছে ৷ Photo- File
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আশান্তি ক্রমশ বাড়ছে । সূ্ত্রের খবর ভারত-চিন সীমান্তে এই মুহূ্র্তে প্রায় যুদ্ধের মতো পরিস্থিতি ৷ দিন কয়েক আগে খবর পাওয়া গিয়েছিল চিন নিজেদের সীমান্তে মার্শাল আর্ট ট্রেনার পাঠিয়েছে ৷ এর জবাব দেওয়ার জন্য মাউন্টেন ফোর্সকে পাঠিয়েছে ৷ ভারত মাউন্টেন এলাকার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ব্যাটেল গ্রুপ আবিজি বহাল করছে ৷ এই সেনা গ্রুপকেই সহজ কথায় মাউন্টেন ফোর্স বলা হয় ৷ চিনের সঙ্গে মোকাবিলা করার জন্য এই ১৭ নম্বর মাউন্টেন ফোর্সকে তৈরি করা হয়েছে ৷ Photo- File
advertisement
2/4
মাউন্টেন ফোর্সের শক্তি অনন্য ৷ ভারত LAC বরাবর ৩৪৮৮ কিলোমিটার লম্বা সীমান্ত বরাবর মাউন্টেন ফোর্স মোতায়েন করেছে ৷ এই সেনাদের গ্রুপ পাহাড়ের উচ্চতা থেকে বিপক্ষের ওপর নজরদারি চালাতে পারে ৷ সীমান্তে বহাল মাউন্টেন ফোর্স গেরিলা যুদ্ধে পারদর্শী হয় ৷ মুশকিল পরিস্থিতিতে প্রতিপক্ষকে কী করে শায়েস্তা করতে হয় তা এরা খুব ভালো করে জানে ৷ পাহাড়ে লড়াই চালানোর জন্য এদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় ৷Photo- File
মাউন্টেন ফোর্সের শক্তি অনন্য ৷ ভারত LAC বরাবর ৩৪৮৮ কিলোমিটার লম্বা সীমান্ত বরাবর মাউন্টেন ফোর্স মোতায়েন করেছে ৷ এই সেনাদের গ্রুপ পাহাড়ের উচ্চতা থেকে বিপক্ষের ওপর নজরদারি চালাতে পারে ৷ সীমান্তে বহাল মাউন্টেন ফোর্স গেরিলা যুদ্ধে পারদর্শী হয় ৷ মুশকিল পরিস্থিতিতে প্রতিপক্ষকে কী করে শায়েস্তা করতে হয় তা এরা খুব ভালো করে জানে ৷ পাহাড়ে লড়াই চালানোর জন্য এদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় ৷Photo- File
advertisement
3/4
কারগিল যুদ্ধেও কামাল করেছিল এই মাউন্টেন ফোর্স ৷ ১৯৯ সালে কারগিল যুদ্ধে মাউন্টেন ফোর্স পাকিস্তানি সেনাদের একেবারে নাস্তানাবুদ করে দিয়েছিল ৷ এদের নিশানা একেবারে সঠিক ৷ এই সেনারা উত্তরাখণ্ড, লাদাখ , অরুণাচল প্রদেশ, সিকিমে এই সেনারা সীমান্ত পাহারা দেন ৷ চিনের এক্সপার্টরা দিন কয়েক আগে পুরো দুনিয়ার অন্যতম সেরা বাহিনী হিসেবে মান্যতা দিয়েছেন মাউন্টেন ফোর্সকে ৷Photo- File
কারগিল যুদ্ধেও কামাল করেছিল এই মাউন্টেন ফোর্স ৷ ১৯৯ সালে কারগিল যুদ্ধে মাউন্টেন ফোর্স পাকিস্তানি সেনাদের একেবারে নাস্তানাবুদ করে দিয়েছিল ৷ এদের নিশানা একেবারে সঠিক ৷ এই সেনারা উত্তরাখণ্ড, লাদাখ , অরুণাচল প্রদেশ, সিকিমে এই সেনারা সীমান্ত পাহারা দেন ৷ চিনের এক্সপার্টরা দিন কয়েক আগে পুরো দুনিয়ার অন্যতম সেরা বাহিনী হিসেবে মান্যতা দিয়েছেন মাউন্টেন ফোর্সকে ৷Photo- File
advertisement
4/4
বিবিসি-র খবর অনুসারে মার্শাল আর্টের ২০ জন ট্রেনারকে তিব্বত পাঠিয়েছে ৷ এই খবর অজানা নয় চিনের যোদ্ধাদের জন্য মার্শাল আর্ট একটি শতাব্দী প্রাচীন হাতিয়ার ৷ মূলত আত্মরক্ষার জন্যেই এই মার্শালআর্ট ব্যবহার হয় ৷ চিনের সরকারি টিভি চ্যানেল CCTV-র মত অনুযায়ী মার্শল আর্ট শেখানোর জন্য ইনবো ফাইচার ক্লাস থেকে ২০ জনকে তিব্বত পাঠানো হয়েছে ৷ মার্শাল আর্টের নানা ফর্ম অলিম্পিক্সের মঞ্চেও পারফর্ম করা হয় ৷ এতে দক্ষিণ কোরিয়ার পর চিন সবচেয়ে ভালো ৷Photo- File
বিবিসি-র খবর অনুসারে মার্শাল আর্টের ২০ জন ট্রেনারকে তিব্বত পাঠিয়েছে ৷ এই খবর অজানা নয় চিনের যোদ্ধাদের জন্য মার্শাল আর্ট একটি শতাব্দী প্রাচীন হাতিয়ার ৷ মূলত আত্মরক্ষার জন্যেই এই মার্শালআর্ট ব্যবহার হয় ৷ চিনের সরকারি টিভি চ্যানেল CCTV-র মত অনুযায়ী মার্শল আর্ট শেখানোর জন্য ইনবো ফাইচার ক্লাস থেকে ২০ জনকে তিব্বত পাঠানো হয়েছে ৷ মার্শাল আর্টের নানা ফর্ম অলিম্পিক্সের মঞ্চেও পারফর্ম করা হয় ৷ এতে দক্ষিণ কোরিয়ার পর চিন সবচেয়ে ভালো ৷Photo- File
advertisement
advertisement
advertisement