Yami Gautam-Aditya Dhar Welcome Baby Boy: গোপনে বিয়ে, মা হলেন ইয়ামি! ছেলের যা নাম রাখলেন... নামের অর্থ শুনলে অবাক হবেন

Last Updated:
Yami Gautam-Aditya Dhar Welcome Baby Boy: ইনস্টাগ্রামে ইয়ামি লেখেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র বেদাবিদের জন্মের খবরটি। অক্ষয় তৃতীয়ার দিন সে আমাদের জীবনে এসে আমাদের ধন্য করেছে। আপনারা সকলে ওকে আর্শীবাদ আর ভালবাসায় ভরিয়ে দিন। ওর জন্য প্রার্থনা করবেন’।
1/7
‘ভিকি ডোনার’ ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে আত্মপ্রকাশ করেছিলেন ইয়ামি। যদিও প্রথম দিকে কেরিয়ারের উত্থান-পতনের সাক্ষী ছিলেন তিনি। পরে অবশ্য নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ভক্তদের ভালবাসা অর্জন করেছেন।
‘ভিকি ডোনার’ ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে আত্মপ্রকাশ করেছিলেন ইয়ামি। যদিও প্রথম দিকে কেরিয়ারের উত্থান-পতনের সাক্ষী ছিলেন তিনি। পরে অবশ্য নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ভক্তদের ভালবাসা অর্জন করেছেন।
advertisement
2/7
তাঁদের বিয়ে ছিল আর সকলের থেকে আলাদা। চাকচিক্যের বাইরেই ইয়ামি-আদিত্যর বিয়ে। উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকে অভিনয় করার সময়েই  প্রেম।  পরিচালকের সঙ্গে বিয়ে সেরে সকলকে চমকে দিয়েছিলেন ভিকি ডোনারের নায়িকা।
তাঁদের বিয়ে ছিল আর সকলের থেকে আলাদা। চাকচিক্যের বাইরেই ইয়ামি-আদিত্যর বিয়ে। উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকে অভিনয় করার সময়েই প্রেম। পরিচালকের সঙ্গে বিয়ে সেরে সকলকে চমকে দিয়েছিলেন ভিকি ডোনারের নায়িকা।
advertisement
3/7
বিয়ের ৩ বছরের মাথায় সন্তান আসার খবর দেন তারকা জুটি। ইয়ামির আসন্ন ছবি ‘আর্টিকেল ৩৭০’-এর ট্রেলার লঞ্চেই স্বামী আদিত্য় ধর জানান, ‘বেবি অন দ্য ওয়ে’। এবার শিশুর আগমনের পরে খুশির জোয়ারে ভেসেছেন তাঁরা।
বিয়ের ৩ বছরের মাথায় সন্তান আসার খবর দেন তারকা জুটি। ইয়ামির আসন্ন ছবি ‘আর্টিকেল ৩৭০’-এর ট্রেলার লঞ্চেই স্বামী আদিত্য় ধর জানান, ‘বেবি অন দ্য ওয়ে’। এবার শিশুর আগমনের পরে খুশির জোয়ারে ভেসেছেন তাঁরা।
advertisement
4/7
ইনস্টাগ্রামে ইয়ামি লেখেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র বেদাবিদের জন্মের খবরটি। অক্ষয় তৃতীয়ার দিন সে আমাদের জীবনে এসে আমাদের ধন্য করেছে। আপনারা সকলে ওকে আর্শীবাদ আর ভালবাসায় ভরিয়ে দিন। ওর জন্য প্রার্থনা করবেন’।
ইনস্টাগ্রামে ইয়ামি লেখেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র বেদাবিদের জন্মের খবরটি। অক্ষয় তৃতীয়ার দিন সে আমাদের জীবনে এসে আমাদের ধন্য করেছে। আপনারা সকলে ওকে আর্শীবাদ আর ভালবাসায় ভরিয়ে দিন। ওর জন্য প্রার্থনা করবেন’।
advertisement
5/7
বেদাবিদ সংস্কৃত শব্দ। এর অর্থ বেদের বিদ অর্থাৎ যে পুরুষ বেদ সম্পর্কে জ্ঞানী।
বেদাবিদ সংস্কৃত শব্দ। এর অর্থ বেদের বিদ অর্থাৎ যে পুরুষ বেদ সম্পর্কে জ্ঞানী।
advertisement
6/7
২০২৪-এ মা হতে চলেছেন একাধিক অভিনেত্রী। দিপীকা পাডুকোন এবং রণবীর সিং ইতিমধ‍্যেই জানিয়েছেন এই বছরের সেপ্টেম্বরেই আসবে তাঁদের সন্তান। অভিনেত্রী ইয়ামি গৌতমের পোস্টে শুভেচ্ছা জানিয়ে রণবীর লেখেন, রণবীর লেখেন, ‘অনেক অনেক ভালবাসা তোমাদের’।
২০২৪-এ মা হতে চলেছেন একাধিক অভিনেত্রী। দিপীকা পাডুকোন এবং রণবীর সিং ইতিমধ‍্যেই জানিয়েছেন এই বছরের সেপ্টেম্বরেই আসবে তাঁদের সন্তান। অভিনেত্রী ইয়ামি গৌতমের পোস্টে শুভেচ্ছা জানিয়ে রণবীর লেখেন, রণবীর লেখেন, ‘অনেক অনেক ভালবাসা তোমাদের’।
advertisement
7/7
বলিউডে অভিনব নামকরণ নতুন কিছু না। তবে ইয়ামির ছেলের নাম কিন্তু সবার থেকে আলাদা।
বলিউডে অভিনব নামকরণ নতুন কিছু না। তবে ইয়ামির ছেলের নাম কিন্তু সবার থেকে আলাদা।
advertisement
advertisement
advertisement