Rashmika Mandana: এ কী হল রশ্মিকা মান্দানার! কী খাচ্ছেন সবার সামনে? দেখে তোলপাড় সোশ্যাল মিডিয়া

Last Updated:
Rashmika Mandana: খাওয়া দেখে বিতর্ক তৈরি করেছেন ফ্যানেরা৷
1/5
রশ্মিকা মন্দানার পরিচয় নতুন করে করিয়ে দিতে হয় না৷ পুষ্পা খ্যাত এই অভিনেত্রী এখন গোটা দেশের হার্টথ্রব৷ কিন্তু তাঁকে নিয়েই হঠাৎ করে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ কারণ, তাঁর পাতে যা পড়েছে, তা দেখে চমকে উঠছেন সকলে৷
রশ্মিকা মন্দানার পরিচয় নতুন করে করিয়ে দিতে হয় না৷ পুষ্পা খ্যাত এই অভিনেত্রী এখন গোটা দেশের হার্টথ্রব৷ কিন্তু তাঁকে নিয়েই হঠাৎ করে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ কারণ, তাঁর পাতে যা পড়েছে, তা দেখে চমকে উঠছেন সকলে৷
advertisement
2/5
সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানাকে৷ েসখানে তাঁকে দেখা গিয়েছে, তিনি ফ্রায়েড চিকেন খাচ্ছেন৷ কিন্তু সেখানেই এই বিতর্কের শেষ নয়৷ তাঁর সেই খাওয়া দেখে বিতর্ক তৈরি করেছেন ফ্যানেরা৷
সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানাকে৷ েসখানে তাঁকে দেখা গিয়েছে, তিনি ফ্রায়েড চিকেন খাচ্ছেন৷ কিন্তু সেখানেই এই বিতর্কের শেষ নয়৷ তাঁর সেই খাওয়া দেখে বিতর্ক তৈরি করেছেন ফ্যানেরা৷
advertisement
3/5
কেন? ফ্রায়েড চিকেনে কী দোষ! রশ্মিকা মন্দানার ক্ষেত্রে একটা খটকা আছে এখানে৷ ফ্যানেরা দাবি করেছেন, এর আগে প্রকাশ্যেই রশ্মিকা বলেছেন, তিনি নিরামিষ আহার করতে পছন্দ করেন, তা হলে তিনি চিকেন খাচ্ছেন কী করে৷
কেন? ফ্রায়েড চিকেনে কী দোষ! রশ্মিকা মন্দানার ক্ষেত্রে একটা খটকা আছে এখানে৷ ফ্যানেরা দাবি করেছেন, এর আগে প্রকাশ্যেই রশ্মিকা বলেছেন, তিনি নিরামিষ আহার করতে পছন্দ করেন, তা হলে তিনি চিকেন খাচ্ছেন কী করে৷
advertisement
4/5
 চিকেনের একাধিক পদ তাঁকে সাজিয়ে দেওয়া হচ্ছে আর তিনি সেই পদ তৃপ্তি ভরে খাচ্ছেন, এটা দেখেই খেপে উঠেছে সোশ্যাল মিডিয়া৷ ভক্তরা বলেছেন, ‘এ বার বুঝতে পারছি কেন কন্নড় মানুষেরা রশ্মিকাকে পছন্দ করেন না, কারণ তিনি এখানে-ওখানে বারবার কথা পাল্টান৷’
চিকেনের একাধিক পদ তাঁকে সাজিয়ে দেওয়া হচ্ছে আর তিনি সেই পদ তৃপ্তি ভরে খাচ্ছেন, এটা দেখেই খেপে উঠেছে সোশ্যাল মিডিয়া৷ ভক্তরা বলেছেন, ‘এ বার বুঝতে পারছি কেন কন্নড় মানুষেরা রশ্মিকাকে পছন্দ করেন না, কারণ তিনি এখানে-ওখানে বারবার কথা পাল্টান৷’
advertisement
5/5
কেউ কেউ অবশ্য রশ্মিকার পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘ওটি একটি পুরনো ইন্টারভিউ ছিল৷ সেখানে তিনি বলেছিলেন এই কথা, হতে পারে তিনি মন পাল্টেছেন৷’ কেউ কেউ আবার বলেছেন, আমরা সবাই জানি রশ্মিকা নিয়মিত এটা খান না, একবার মনে হয়েছে, খাচ্ছেন, তাতে অসুবিধা কী আছে৷
কেউ কেউ অবশ্য রশ্মিকার পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘ওটি একটি পুরনো ইন্টারভিউ ছিল৷ সেখানে তিনি বলেছিলেন এই কথা, হতে পারে তিনি মন পাল্টেছেন৷’ কেউ কেউ আবার বলেছেন, আমরা সবাই জানি রশ্মিকা নিয়মিত এটা খান না, একবার মনে হয়েছে, খাচ্ছেন, তাতে অসুবিধা কী আছে৷
advertisement
advertisement
advertisement