বাগদান হয়ে গেল পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার। বহুদিন ধরে চলতে থাকা গুঞ্জনে শিলমোহর দিলেন দু'জনে। ১৩ মে শনিবার একে অপরকে আংটি পরিয়ে দিলেন রাঘব-পরিণীতি। নতুন পথচলার সূচনা অভিনেত্রী এবং আম আদমি পার্টির নেতার। প্রিয়াঙ্কার তুতো বোন অভিনেত্রী পরিণীতিকে সবাই চিনলেও তাঁর হবু বর রাঘবের সম্বন্ধে কতটুকু জানা? আম আদমি পার্টির নেতার বাইরেও আছে রাঘবের বড় পরিচয়।
বর্তমানে রাঘব চাড্ডা আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ। তিনি রাজ্যসভার সর্বকনিষ্ঠ সাংসদও বটে। রাজনীতির সঙ্গে রাঘবের পরিচয় ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলনের হাত ধরে। এই আন্দোলনে যোগ দিতে গিয়েই তাঁর সঙ্গে আলাপ হয় আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের। তারপরেই তিনি আম আদমি পার্টিতে যোগদান করেন।