Parineeti Chopra-Raghav Chadha: পরিণীতির হবু বর রাঘবের আসল পরিচয় জানেন কি? তাক লাগিয়ে দেবে আপ নেতার পড়াশোনা

Last Updated:
প্রিয়াঙ্কার তুতো বোন অভিনেত্রী পরিণীতিকে সবাই চিনলেও তাঁর হবু বর রাঘবের সম্বন্ধে কতটুকু জানা? আম আদমি পার্টির নেতার বাইরেও আছে রাঘবের বড় পরিচয়।
1/6
বাগদান হয়ে গেল পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার। বহুদিন ধরে চলতে থাকা গুঞ্জনে শিলমোহর দিলেন দু'জনে। ১৩ মে শনিবার একে অপরকে আংটি পরিয়ে দিলেন রাঘব-পরিণীতি। নতুন পথচলার সূচনা অভিনেত্রী এবং আম আদমি পার্টির নেতার। প্রিয়াঙ্কার তুতো বোন অভিনেত্রী পরিণীতিকে সবাই চিনলেও তাঁর হবু বর রাঘবের সম্বন্ধে কতটুকু জানা? আম আদমি পার্টির নেতার বাইরেও আছে রাঘবের বড় পরিচয়।
বাগদান হয়ে গেল পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার। বহুদিন ধরে চলতে থাকা গুঞ্জনে শিলমোহর দিলেন দু'জনে। ১৩ মে শনিবার একে অপরকে আংটি পরিয়ে দিলেন রাঘব-পরিণীতি। নতুন পথচলার সূচনা অভিনেত্রী এবং আম আদমি পার্টির নেতার। প্রিয়াঙ্কার তুতো বোন অভিনেত্রী পরিণীতিকে সবাই চিনলেও তাঁর হবু বর রাঘবের সম্বন্ধে কতটুকু জানা? আম আদমি পার্টির নেতার বাইরেও আছে রাঘবের বড় পরিচয়।
advertisement
2/6
 রাঘব চাড্ডা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি বর্তমানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অনুশীলনও করছেন। রাঘব ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়ে পড়াশোনা করেছেন।
রাঘব চাড্ডা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি বর্তমানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অনুশীলনও করছেন। রাঘব ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়ে পড়াশোনা করেছেন।
advertisement
3/6
উচ্চশিক্ষার জন‍্য দেশের বাইরেও পড়শোনা করেছেন রাঘব। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে  EMBA সার্টিফিকেশন কোর্স করেছেন। পাশাপাশি তিনি অ্যাকাউন্টেন্সি ফার্মেও কাজ করেছেন।
উচ্চশিক্ষার জন‍্য দেশের বাইরেও পড়শোনা করেছেন রাঘব। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে EMBA সার্টিফিকেশন কোর্স করেছেন। পাশাপাশি তিনি অ্যাকাউন্টেন্সি ফার্মেও কাজ করেছেন।
advertisement
4/6
বর্তমানে রাঘব চাড্ডা আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ। তিনি রাজ্যসভার সর্বকনিষ্ঠ সাংসদও বটে। রাজনীতির সঙ্গে রাঘবের পরিচয় ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলনের হাত ধরে। এই আন্দোলনে যোগ দিতে গিয়েই তাঁর সঙ্গে আলাপ হয় আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের। তারপরেই তিনি আম আদমি পার্টিতে যোগদান করেন।
বর্তমানে রাঘব চাড্ডা আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ। তিনি রাজ্যসভার সর্বকনিষ্ঠ সাংসদও বটে। রাজনীতির সঙ্গে রাঘবের পরিচয় ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলনের হাত ধরে। এই আন্দোলনে যোগ দিতে গিয়েই তাঁর সঙ্গে আলাপ হয় আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের। তারপরেই তিনি আম আদমি পার্টিতে যোগদান করেন।
advertisement
5/6
 রাঘবের জন্ম দিল্লিত, ১৯৮৮ সালের ১১ নভেম্বর। তিনি দিল্লির মডার্ন স্কুল থেকে তাঁর স্কুল জীবনের পড়াশোনা শেষ করেন। সেখানে থাকাকালীনই তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক হন।
রাঘবের জন্ম দিল্লিত, ১৯৮৮ সালের ১১ নভেম্বর। তিনি দিল্লির মডার্ন স্কুল থেকে তাঁর স্কুল জীবনের পড়াশোনা শেষ করেন। সেখানে থাকাকালীনই তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক হন।
advertisement
6/6
বেশকিছুদিন ধরেই শহরের বিভিন্ন রেঁস্তোরায় একসঙ্গে দেখা যাচ্ছিল রাঘব এবং পরিণীতিকে। তখন থেকেই এই জুটির সম্পর্ক নিয়ে কানাঘুষো চলতে থাকে। যদিও শুরুতে দু'জনেই এড়িয়ে গিয়েছেন। তবে আর লুকোছাপা নয়। এবার হাতে হাত রেখে একসঙ্গে পথচলা শুরু।
বেশকিছুদিন ধরেই শহরের বিভিন্ন রেঁস্তোরায় একসঙ্গে দেখা যাচ্ছিল রাঘব এবং পরিণীতিকে। তখন থেকেই এই জুটির সম্পর্ক নিয়ে কানাঘুষো চলতে থাকে। যদিও শুরুতে দু'জনেই এড়িয়ে গিয়েছেন। তবে আর লুকোছাপা নয়। এবার হাতে হাত রেখে একসঙ্গে পথচলা শুরু।
advertisement
advertisement
advertisement