Vaibhavi Upadhyaya Death: নিয়ন্ত্রণ হারায়নি, ট্রাকের ধাক্কায় খাদে পড়ে বৈভবী ও তাঁর হবু স্বামীর গাড়ি, বিস্ফোরক প্রযোজক!

Last Updated:
Vaibhavi Upadhyaya Death: নায়িকার এক বন্ধু জানান, বৈভবী যখন হিমাচলে গিয়েছিলেন, তখন সম্ভবত তাঁর মা-বাবাও অস্ট্রেলিয়া ঘুরতে গিয়েছিলেন। মেয়ের মৃত্যুর খবর পেয়েই গত রাতে ফিরে এসেছেন তাঁরা। এক পলকে সব শেষ।
1/10
প্রয়াত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। হিমাচলপ্রদেশের পাহাড়ি রাস্তায় গত সোমবার দুর্ঘটনায় প্রাণ হারান মুম্বইয়ের টেলি দুনিয়া এবং বড়পর্দার অত্যন্ত জনপ্রিয় নায়িকা। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের জ্যাসমিনের চরিত্রে অভিনয় করে রাতারাতি সাফল্য পেয়েছিলেন তিনি।
প্রয়াত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। হিমাচলপ্রদেশের পাহাড়ি রাস্তায় গত সোমবার দুর্ঘটনায় প্রাণ হারান মুম্বইয়ের টেলি দুনিয়া এবং বড়পর্দার অত্যন্ত জনপ্রিয় নায়িকা। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের জ্যাসমিনের চরিত্রে অভিনয় করে রাতারাতি সাফল্য পেয়েছিলেন তিনি।
advertisement
2/10
আজ শেষকৃত্য সম্পন্ন হল বৈভবীর। একের পর এক মৃত্যুর খবরে বিধ্বস্ত বলিউডের বিনোদন জগৎ। আদিত্য সিং রাজপুতের পর নীতেশ পাণ্ডে এবং বৈভবীর আকস্মিক প্রয়াণ। মেনে নিতে পারছেন না কেউ।
আজ শেষকৃত্য সম্পন্ন হল বৈভবীর। একের পর এক মৃত্যুর খবরে বিধ্বস্ত বলিউডের বিনোদন জগৎ। আদিত্য সিং রাজপুতের পর নীতেশ পাণ্ডে এবং বৈভবীর আকস্মিক প্রয়াণ। মেনে নিতে পারছেন না কেউ।
advertisement
3/10
জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসেই ব্যবসায়ী জয় গান্ধির সঙ্গে বাগদান সেরেছিলেন বৈভবী। আগামী ডিসেম্বরেই বিয়ে হওয়ার কথা ছিল। তার আগে হবু স্বামীর সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন তিনি।
জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসেই ব্যবসায়ী জয় গান্ধির সঙ্গে বাগদান সেরেছিলেন বৈভবী। আগামী ডিসেম্বরেই বিয়ে হওয়ার কথা ছিল। তার আগে হবু স্বামীর সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন তিনি।
advertisement
4/10
কিন্তু পথ দুর্ঘটনায় সব শেষ। ভয়ঙ্কর দুর্ঘটনায় কোনও মতে প্রাণে বেঁচেছেন বৈভবীর হবু স্বামী। জানা গিয়েছিল, তাঁদের গাড়ির গতিবেগ বেশি ছিল বলে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
কিন্তু পথ দুর্ঘটনায় সব শেষ। ভয়ঙ্কর দুর্ঘটনায় কোনও মতে প্রাণে বেঁচেছেন বৈভবীর হবু স্বামী। জানা গিয়েছিল, তাঁদের গাড়ির গতিবেগ বেশি ছিল বলে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
advertisement
5/10
তার ফলেই নাকি খাদে পড়ে যায় গাড়িটি। কিন্তু ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর প্রযোজর জেডি মাথেজা সেই তথ্য সঠিক নয়। বৈভবীর ভাই জানিয়েছেন, তাঁদের গাড়ি সঠিক গতিতেই যাচ্ছিল। একটি ট্রাক উল্টোদিক থেকে আসছিল।
তার ফলেই নাকি খাদে পড়ে যায় গাড়িটি। কিন্তু ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর প্রযোজর জেডি মাথেজা সেই তথ্য সঠিক নয়। বৈভবীর ভাই জানিয়েছেন, তাঁদের গাড়ি সঠিক গতিতেই যাচ্ছিল। একটি ট্রাক উল্টোদিক থেকে আসছিল।
advertisement
6/10
রাস্তা সরু ছিল বলে তাঁরা দাঁড়িয়ে গিয়ে জায়গা করে নেন। কিন্তু পাশ কাটানোর সময়ে ট্রাকটি ধাক্কা মারে বৈভবীদের গাড়িটিকে। খাদে পড়ে যায়। সিটবেল্ট পরেননি বৈভবী। খাদে পড়ে মাথায় চোট পান নায়িকা।
রাস্তা সরু ছিল বলে তাঁরা দাঁড়িয়ে গিয়ে জায়গা করে নেন। কিন্তু পাশ কাটানোর সময়ে ট্রাকটি ধাক্কা মারে বৈভবীদের গাড়িটিকে। খাদে পড়ে যায়। সিটবেল্ট পরেননি বৈভবী। খাদে পড়ে মাথায় চোট পান নায়িকা।
advertisement
7/10
সম্ভবত তখন হৃদরোগেও আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মাত্র ৩২-এই পথ চলা শেষ হয় বৈভবীর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। সহকর্মীর চলে যাওয়া মেনে নিতে পারছেন না রূপালি গঙ্গোপাধ্যায়।
সম্ভবত তখন হৃদরোগেও আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মাত্র ৩২-এই পথ চলা শেষ হয় বৈভবীর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। সহকর্মীর চলে যাওয়া মেনে নিতে পারছেন না রূপালি গঙ্গোপাধ্যায়।
advertisement
8/10
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলে বৈভবী। বিশ্বাস করতে পারছি না।’ ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ছাড়াও ‘ছপক’ এবং ‘তিমির’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলে বৈভবী। বিশ্বাস করতে পারছি না।’ ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ছাড়াও ‘ছপক’ এবং ‘তিমির’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
9/10
নায়িকার শেষকৃত্যের বিভিন্ন ভিডিও চারদিকে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, তাঁর বৃদ্ধ বাবা ও মাকে সামলাচ্ছেন বৈভবীর ভাই। মেয়েকে হারিয়ে বারবার কান্নায় লুটিয়ে পড়ছেন বৃদ্ধ দম্পতি।
নায়িকার শেষকৃত্যের বিভিন্ন ভিডিও চারদিকে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, তাঁর বৃদ্ধ বাবা ও মাকে সামলাচ্ছেন বৈভবীর ভাই। মেয়েকে হারিয়ে বারবার কান্নায় লুটিয়ে পড়ছেন বৃদ্ধ দম্পতি।
advertisement
10/10
নায়িকার এক বন্ধু জানান, বৈভবী যখন হিমাচলে গিয়েছিলেন, তখন সম্ভবত তাঁর মা-বাবাও অস্ট্রেলিয়া ঘুরতে গিয়েছিলেন। মেয়ের মৃত্যুর খবর পেয়েই গত রাতে ফিরে এসেছেন তাঁরা। এক পলকে সব শেষ।
নায়িকার এক বন্ধু জানান, বৈভবী যখন হিমাচলে গিয়েছিলেন, তখন সম্ভবত তাঁর মা-বাবাও অস্ট্রেলিয়া ঘুরতে গিয়েছিলেন। মেয়ের মৃত্যুর খবর পেয়েই গত রাতে ফিরে এসেছেন তাঁরা। এক পলকে সব শেষ।
advertisement
advertisement
advertisement