1/ 4


জল্পনার অবসান ৷ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর ৷ বুধবার দুপুর নাগাদ দিল্লিতে কংগ্রেসের দফতরে উপস্থিত হয়ে রাজনীতিতে পা দেন অভিনেত্রী উর্মিলা ৷
3/ 4


রাহুল গান্ধি নিজেই উর্মিলাকে আমন্ত্রণ জানান ৷ উর্মিলার কংগ্রেসে যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুম্বই কংগ্রেস সভাপতি মিলিন্দ দেওরা, দলের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী ও রণদীপ সিং সূরযেওয়ালা ৷
4/ 4


কংগ্রেসে যোগদানের পর সাংবাদিক বৈঠকে উর্মিলা জানান, ‘আমি গান্ধিজির মতাদর্শে বড় হয়েছি ৷ আর সেই মতার্দশ নিয়েই রাজনীতিতে থাকতে চাই ৷ আমি উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান ৷ তবুও আমি পড়াশুনোয় না গিয়ে সিনেমায় আসি ৷ এই সিনেমা আমাকে জনপ্রিয়তা দিয়েছে ৷ বিনোদন করেছি ৷ এবার জনগণের জন্য অন্য কিছু করার সময় ৷ আমি চেষ্টা করব ৷ ’