রাণা রেজ নাম নিয়ে কাজ করতেন হেলেনের সহকারী হিসেবে, জানুন মিঠুন চক্রবর্তীর অজানা কথা

Last Updated:
1/7
  আজ মিঠুন চক্রবর্তী জন্মদিন ৷ ৬৬ বছরে পা দিলেন অভিনেতা ৷ ১৯৫২ সালে বাংলাদেশের বরিশালে তিনি জন্মেছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
আজ মিঠুন চক্রবর্তী জন্মদিন ৷ ৬৬ বছরে পা দিলেন অভিনেতা ৷ ১৯৫২ সালে বাংলাদেশের বরিশালে তিনি জন্মেছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
মিঠুন চক্রবর্তী একজন প্রশিক্ষণপ্রাপ্ত কুস্তিগীর ছিলেন ৷ এমনকী জুনিয়র বিভাগে পশ্চিমবঙ্গ কুস্তি চ্যাম্পিয়নশিপের বিজয়ীও হয়েছিলেন তিনি ৷  ছবি: ইনস্টাগ্রাম ৷
মিঠুন চক্রবর্তী একজন প্রশিক্ষণপ্রাপ্ত কুস্তিগীর ছিলেন ৷ এমনকী জুনিয়র বিভাগে পশ্চিমবঙ্গ কুস্তি চ্যাম্পিয়নশিপের বিজয়ীও হয়েছিলেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
শোনা যায় বলিউডে এন্ট্রি নেওয়ার আগে নকশাল দলের  সঙ্গে যুক্ত ছিলেন ৷ এমনকী তিনি মার্শাল আর্টসে প্রশিক্ষণও নিয়েছিলেন ৷ তাতে তিনি ব্ল্যাকবেল্ট ও পেয়েছিলেন ৷ তবে রিপোর্ট অনুযায়ী খবর, অভিনেতার দাদার আকস্মিক মৃত্যুর পর তিনি নকশাল দল ত্যাগ করেন ৷  ছবি: ইনস্টাগ্রাম ৷
শোনা যায় বলিউডে এন্ট্রি নেওয়ার আগে নকশাল দলের সঙ্গে যুক্ত ছিলেন ৷ এমনকী তিনি মার্শাল আর্টসে প্রশিক্ষণও নিয়েছিলেন ৷ তাতে তিনি ব্ল্যাকবেল্ট ও পেয়েছিলেন ৷ তবে রিপোর্ট অনুযায়ী খবর, অভিনেতার দাদার আকস্মিক মৃত্যুর পর তিনি নকশাল দল ত্যাগ করেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
এলভিস প্রেসলির অন্ধভক্ত ছিলেন তিনি ৷ এলভিসের যে কোনও ছবি পাঁচ থেকে ছ’বার হলে গিয়ে দেখতেন তিনি ৷ আর সেই ছবি দেখেই ড্যান্সের মুভস রপ্ত করে, এক অন্য ধরনের ড্যান্স ফর্মের জন্ম দিয়েছিলেন ৷  ছবি: ইনস্টাগ্রাম ৷
এলভিস প্রেসলির অন্ধভক্ত ছিলেন তিনি ৷ এলভিসের যে কোনও ছবি পাঁচ থেকে ছ’বার হলে গিয়ে দেখতেন তিনি ৷ আর সেই ছবি দেখেই ড্যান্সের মুভস রপ্ত করে, এক অন্য ধরনের ড্যান্স ফর্মের জন্ম দিয়েছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
১৯৮৯ সালে একসঙ্গে ১৯টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি ৷ যা কিনা ফিল্মি দুনিয়ায় একটি রেকর্ড ৷  ছবি: ইনস্টাগ্রাম ৷
১৯৮৯ সালে একসঙ্গে ১৯টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি ৷ যা কিনা ফিল্মি দুনিয়ায় একটি রেকর্ড ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
এই বাঙালি অভিনেতা কিন্তু মুখে রুপোর চামচ নিয়ে জন্মাননি ৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা করে নিতে তাঁকে দীর্ঘ পরিশ্রম করতে হয়েছে ৷ প্রথম ব্রেক পাওয়ার আগে এই তারকা বি-টাউনের ড্যান্সিং ডিভা হেলেনের সহকারী হিসেবে কাজ করতেন ৷ তখন তাঁর পরিচয় ছিল ‘রাণা রেজ’নামে ৷  ছবি: ইনস্টাগ্রাম ৷
এই বাঙালি অভিনেতা কিন্তু মুখে রুপোর চামচ নিয়ে জন্মাননি ৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা করে নিতে তাঁকে দীর্ঘ পরিশ্রম করতে হয়েছে ৷ প্রথম ব্রেক পাওয়ার আগে এই তারকা বি-টাউনের ড্যান্সিং ডিভা হেলেনের সহকারী হিসেবে কাজ করতেন ৷ তখন তাঁর পরিচয় ছিল ‘রাণা রেজ’নামে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
অমিতাভ বচ্চন অভিনীত ‘দো অনজানে’ ছবিতে দু’ মিনিটের একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ যেখানে মিঠুন চক্রবর্তী হয়েছিলেন বিগ বি’র প্রতিবেশী ৷  ছবি: ইনস্টাগ্রাম ৷
অমিতাভ বচ্চন অভিনীত ‘দো অনজানে’ ছবিতে দু’ মিনিটের একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ যেখানে মিঠুন চক্রবর্তী হয়েছিলেন বিগ বি’র প্রতিবেশী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement