বাবার চরিত্রের জন্য পুরস্কার জিতেছিলেন অমরিশ পুরি, অথচ দুর্ধর্ষ অভিনয় সত্ত্বেও নায়কের ঝুলি ছিল ফাঁকা; কোন ছবির কথা বলা হচ্ছে বুঝতে পারছেন কি?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Unforgettable Movie: আসলে ১৯৯৬ সালের সুপারহিট ছবিগুলির মধ্যে অন্যতম ছিল ‘ঘাতক’। যা বক্স অফিসে তুমুল সাফল্য লাভ করেছিল। ওই ছবির নায়িকা ছিলেন মীনাক্ষি শেষাদ্রি। আর সানির বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অমরিশ পুরি।
advertisement
advertisement
advertisement
advertisement
যদিও এত শক্তিশালী অভিনয়ের পরেও একটি পুরস্কারও জেতেননি সানি দেওল। তবে তাঁর বাবার চরিত্রে অভিনয়ের জন্য অমরিশ পুরি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ক্যাটাগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন। সানি দেওল অবশ্য সেরা অভিনেতার তালিকায় মনোনয়ন পেয়েছিলেন। তবে পুরস্কার জিততে পারেননি। এদিকে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ক্যাটাগরিতে স্ক্রিন অ্যাওয়ার্ডও জিতেছিলেন অমরিশ পুরি।
advertisement
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঘাতক’ বড় পর্দায় সুপারহিট হয়েছিল। বক্স অফিসেও এসেছিল দেদার সাফল্য। বাজেটের তুলনায় বিশ্বব্যাপী চার গুণেরও বেশি আয় করেছিল ছবিটি। বক্স অফিস ইন্ডিয়ার পরিসংখ্যান বলছে, ‘ঘাতক’ ছবিটি তৈরি করতে মোট খরচ হয়েছিল ৬.২৫ কোটি টাকা। তবে মুক্তি পাওয়ার পরে ছবিটি দেশেই ব্যবসা করেছিল ১৫.২১ কোটি টাকার। এর পাশাপাশি গোটা বিশ্বে এই ছবিটি আয় করেছিল ২৬.৫৭ কোটি টাকা। ‘ঘাতক’ পরিচালনা করেছিলেন রাজকুমার সন্তোষী।
