Instagram Sensation: বয়স মাত্র ২৩, ইনস্টাগ্রামে ৩ কোটি অনুরাগী নিয়ে হার মানাতে পারেন তাবড় অভিনেত্রীদের! চেনেন নাকি এই অভিনেত্রীকে?

Last Updated:
মাত্র ২৩ বছর বয়সেই রীতিমত ইনস্টাগ্রাম সেনসেশন হয়ে উঠেছেন এক তরুণী। ইতিমধ্যেই নেটিজেনদের মনে হৃদকম্পন ধরিয়ে দিয়েছেন এই তন্বী তনয়া।
1/5
মাত্র ২৩ বছর বয়সেই রীতিমত ইনস্টাগ্রাম সেনসেশন হয়ে উঠেছেন এক তরুণী। ইতিমধ্যেই নেটিজেনদের মনে হৃদকম্পন ধরিয়ে দিয়েছেন এই তন্বী তনয়া। (প্রতীকী ছবি)
মাত্র ২৩ বছর বয়সেই রীতিমত ইনস্টাগ্রাম সেনসেশন হয়ে উঠেছেন এক তরুণী। ইতিমধ্যেই নেটিজেনদের মনে হৃদকম্পন ধরিয়ে দিয়েছেন এই তন্বী তনয়া। (প্রতীকী ছবি)
advertisement
2/5
কথা হচ্ছে, টিভির জনপ্রিয় অভিনেত্রী অভনীত কৌরের। তিনি সামাজিক মাধ্যমে নিজের ফ্যান এবং ফটোতে রীতিমত ভাইরাল হয়ে উঠেছেন। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যা প্রায় ৩ কোটি ১৮ লক্ষের উপর। (প্রতীকী ছবি)
কথা হচ্ছে, টিভির জনপ্রিয় অভিনেত্রী অভনীত কৌরের। তিনি সামাজিক মাধ্যমে নিজের ফ্যান এবং ফটোতে রীতিমত ভাইরাল হয়ে উঠেছেন। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যা প্রায় ৩ কোটি ১৮ লক্ষের উপর। (প্রতীকী ছবি)
advertisement
3/5
অভনীত কৌর নিজের কেতাদুরস্ত ফ্যাশনের জন্য সুপরিচিত। নিজের চুলে লাল রঙ করে তিনি লিখেছিলেন, "ইন মাই রেড হেড এরা এগেইন।" প্রতীকী ছবি
অভনীত কৌর নিজের কেতাদুরস্ত ফ্যাশনের জন্য সুপরিচিত। নিজের চুলে লাল রঙ করে তিনি লিখেছিলেন, "ইন মাই রেড হেড এরা এগেইন।" প্রতীকী ছবি
advertisement
4/5
এখানে জানা প্রয়োজন যে নিজের হট এবং বোল্ড লুকের জন্যই সুপরিচিত এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাঁর ছবিতে নেটিজেনদের কমেন্টে ভালবাসার প্রকাশই তা জানান দেয়। (প্রতীকী ছবি)
এখানে জানা প্রয়োজন যে নিজের হট এবং বোল্ড লুকের জন্যই সুপরিচিত এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাঁর ছবিতে নেটিজেনদের কমেন্টে ভালবাসার প্রকাশই তা জানান দেয়। (প্রতীকী ছবি)
advertisement
5/5
অভিনেত্রীর এক একটি ছবিতে এখনও পর্যন্ত ১০০০ বেশি মানুষ কমেন্ট করেছেন। ৯৪ হাজারের বেশি লাইকে ভরে গিয়েছে তাঁর ছবি। এছাড়াও তাঁর ছবিতে লাল হৃদয় দিয়ে অধিকাংশ নেটিজেনরাই জানান দিয়েছেন রীতিমত সম্মোহিত তাঁরা। প্রতীকী ছবি
অভিনেত্রীর এক একটি ছবিতে এখনও পর্যন্ত ১০০০ বেশি মানুষ কমেন্ট করেছেন। ৯৪ হাজারের বেশি লাইকে ভরে গিয়েছে তাঁর ছবি। এছাড়াও তাঁর ছবিতে লাল হৃদয় দিয়ে অধিকাংশ নেটিজেনরাই জানান দিয়েছেন রীতিমত সম্মোহিত তাঁরা। প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement