Dev's top 5 songs: সেই পুরনো দিনের ম্যাজিক! দেব অভিনীত ছবির যে পাঁচটি গান ভুলে যাওয়া কঠিন

Last Updated:
Dev's top 5 songs: একের পর এক হিট দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন দেব। এত বছর পরেও দেব অভিনীত ছবির গানগুলি নিয়ে চর্চা থামেনি। মাঝেমধ্যেই নস্টালজিয়া উস্কে দেয় সেগুলি। দেখে নেওয়া যাক এমনই কিছু গানের তালিকা।
1/6
ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পার। অভিনয় জগতে 'সাবালক' হতে চললেন দেব। বিগত কয়েক বছরে পর্দায় নিজেকে নিয়ে কাটাছেঁড়া করেছেন তিনি। তবে টলিউডে তাঁর হাতেখড়ি হয়েছিল বাণিজ্যিক ছবির হাত ধরেই। সেই সময় একের পর এক হিট দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন অভিনেতা। এত বছর পরেও দেব অভিনীত ছবির গানগুলি নিয়ে চর্চা থামেনি। মাঝেমধ্যেই নস্টালজিয়া উস্কে দেয় সেগুলি। দেখে নেওয়া যাক এমনই কিছু গানের তালিকা।
ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পার। অভিনয় জগতে 'সাবালক' হতে চললেন দেব। বিগত কয়েক বছরে পর্দায় নিজেকে নিয়ে কাটাছেঁড়া করেছেন তিনি। তবে টলিউডে তাঁর হাতেখড়ি হয়েছিল বাণিজ্যিক ছবির হাত ধরেই। সেই সময় একের পর এক হিট দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন অভিনেতা। এত বছর পরেও দেব অভিনীত ছবির গানগুলি নিয়ে চর্চা থামেনি। মাঝেমধ্যেই নস্টালজিয়া উস্কে দেয় সেগুলি। দেখে নেওয়া যাক এমনই কিছু গানের তালিকা।
advertisement
2/6
রিমঝিম এ ধারাতে  ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত 'প্রেমের কাহিনী'-র এই গানটির স্রষ্টা জি‍ৎ গঙ্গোপাধ্যায়, গায়ক শান। পর্দায় দেব এবং কোয়েল মল্লিকের রসায়ন এই প্রেমের গানকে অন্য মাত্রা দিয়েছিল।
রিমঝিম এ ধারাতে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত 'প্রেমের কাহিনী'-র এই গানটির স্রষ্টা জি‍ৎ গঙ্গোপাধ্যায়, গায়ক শান। পর্দায় দেব এবং কোয়েল মল্লিকের রসায়ন এই প্রেমের গানকে অন্য মাত্রা দিয়েছিল।
advertisement
3/6
মন মানে না  দেব এবং কোয়েল অভিনীত 'মন মানে না' ছবির টাইটেল ট্র্যাক এক সময়ে ঝড় তুলেছিল দর্শকমহলে। জুবিন গর্গ এবং জুন বন্দোপাধ্যায় গানটি গেয়েছিলেন। এত বছর পরেও 'মন মানে না'-র তালে নেচে ওঠেন অনেকেই।
মন মানে না দেব এবং কোয়েল অভিনীত 'মন মানে না' ছবির টাইটেল ট্র্যাক এক সময়ে ঝড় তুলেছিল দর্শকমহলে। জুবিন গর্গ এবং জুন বন্দোপাধ্যায় গানটি গেয়েছিলেন। এত বছর পরেও 'মন মানে না'-র তালে নেচে ওঠেন অনেকেই।
advertisement
4/6
পাগলু ডান্স  ২০০৯ সালে মুক্তি পেয়েছিল 'বলো না তুমি আমার'। সেই ছবিতেই জি‍ৎ গঙ্গোপাধ্যায়ের তৈরি এবং গাওয়া এই গানে নাচ করে তাক লাগিয়েছিলেন দেব।
পাগলু ডান্স ২০০৯ সালে মুক্তি পেয়েছিল 'বলো না তুমি আমার'। সেই ছবিতেই জি‍ৎ গঙ্গোপাধ্যায়ের তৈরি এবং গাওয়া এই গানে নাচ করে তাক লাগিয়েছিলেন দেব।
advertisement
5/6
'চ্যালেঞ্জ' ছবির হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন দেব। সেই সময় বিশাল বাজেট নিয়ে তৈরি হয়েছিল 'ভজ গৌরাঙ্গ'। দেবের নাচের দক্ষতা দেখে অবাক হয়েছিল দর্শক। এখনও এই গান বেজে উঠলে নস্টালজিক হয়ে পড়েন অনেকেই।
'চ্যালেঞ্জ' ছবির হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন দেব। সেই সময় বিশাল বাজেট নিয়ে তৈরি হয়েছিল 'ভজ গৌরাঙ্গ'। দেবের নাচের দক্ষতা দেখে অবাক হয়েছিল দর্শক। এখনও এই গান বেজে উঠলে নস্টালজিক হয়ে পড়েন অনেকেই।
advertisement
6/6
প্যারেলাল রে  'দুই পৃথিবী'-র জমজমাট এই গানের সঙ্গে দেব এবং বরখা বিশ্ত সেনগুপ্তের তাক লাগিয়ে দেওয়া নাচ আজও ভোলেনি দর্শক। এখনও অনেক হাউজ পার্টির প্লে লিস্টের শীর্ষে থাকে এই গান।
প্যারেলাল রে 'দুই পৃথিবী'-র জমজমাট এই গানের সঙ্গে দেব এবং বরখা বিশ্ত সেনগুপ্তের তাক লাগিয়ে দেওয়া নাচ আজও ভোলেনি দর্শক। এখনও অনেক হাউজ পার্টির প্লে লিস্টের শীর্ষে থাকে এই গান।
advertisement
advertisement
advertisement