বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইনস ডে! রোম্যান্টিক ডেট নাইটে একান্তে সময় কাটালেন ত্বরিতা-সৌরভ

Last Updated:
কয়েকদিন আগেই ধূমধাম করে বিয়ে হয়েছে তারকা জুটির। মহানায়কের পরিবারের বিয়ে বলে কথা। তাই সেই বিয়েতে যে চমক ছিল তা বলাই বাহুল্য। তাই বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইনস ডেও স্মরণীয় করে রাখলেন ত্বরিতা-সৌরভ।
1/6
বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইনস ডে ত্বরিতা চট্টোপাধ্যায় ও সৌরভ মুখোপাধ্যায়ের। কয়েকদিন আগেই ধূমধাম করে বিয়ে হয়েছে তারকা জুটির। মহানায়কের পরিবারের বিয়ে বলে কথা। তাই সেই বিয়েতে যে চমক ছিল তা বলাই বাহুল্য। তাই বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইনস ডেও স্মরণীয় করে রাখলেন ত্বরিতা-সৌরভ।
বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইনস ডে ত্বরিতা চট্টোপাধ্যায় ও সৌরভ মুখোপাধ্যায়ের। কয়েকদিন আগেই ধূমধাম করে বিয়ে হয়েছে তারকা জুটির। মহানায়কের পরিবারের বিয়ে বলে কথা। তাই সেই বিয়েতে যে চমক ছিল তা বলাই বাহুল্য। তাই বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইনস ডেও স্মরণীয় করে রাখলেন ত্বরিতা-সৌরভ।
advertisement
2/6
ত্বরিতা এই দিন কিছু ছবি ইনস্টাগ্রানম এষায়র করেন। সেই ছবিতে স্পষ্ট ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে রোম্যান্টিক ডেট নাইটে গিয়েছিলেন তাঁরা। লাল রঙের হার্ট দিয়ে সাজানো ব্যাকগ্রাউন্ডে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
ত্বরিতা এই দিন কিছু ছবি ইনস্টাগ্রানম এষায়র করেন। সেই ছবিতে স্পষ্ট ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে রোম্যান্টিক ডেট নাইটে গিয়েছিলেন তাঁরা। লাল রঙের হার্ট দিয়ে সাজানো ব্যাকগ্রাউন্ডে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
advertisement
3/6
ত্বরিতা এদিন একটি ব্ল্যাক স্কার্টের সঙ্গে হালকা রঙের টপ পরেন। অন্যদিকে ফর্মাল ট্রাউজার ও শার্টে দেখা যায় সৌরভকে। এদিন একসঙ্গে নাচানাচিও করেন তাঁরা।
ত্বরিতা এদিন একটি ব্ল্যাক স্কার্টের সঙ্গে হালকা রঙের টপ পরেন। অন্যদিকে ফর্মাল ট্রাউজার ও শার্টে দেখা যায় সৌরভকে। এদিন একসঙ্গে নাচানাচিও করেন তাঁরা।
advertisement
4/6
তবে এই দিনের সবচেয়ে বড় চমক হল, প্রথম ভ্যানেন্টাইনস ডে-তে সৌরভকে একটি আইফোন উপহার দিয়েছেন ত্বরিতা। সেই ছবি শেয়ার করেছেন সৌরভ। সব মিলিয়ে আনন্দে কাটিয়েছেন নবদম্পতি।
তবে এই দিনের সবচেয়ে বড় চমক হল, প্রথম ভ্যানেন্টাইনস ডে-তে সৌরভকে একটি আইফোন উপহার দিয়েছেন ত্বরিতা। সেই ছবি শেয়ার করেছেন সৌরভ। সব মিলিয়ে আনন্দে কাটিয়েছেন নবদম্পতি।
advertisement
5/6
প্রসঙ্গত, ১৫ জানুয়ারি পরিণতি পেয়েছে সৌরভ-ত্বরিতার প্রেম। ১৭ জানুয়ারি ছিল রাজকীয় রিসেপশনের ব্যবস্থা। উত্তীর্ণতে বিয়ে এবং রিসেপশনের দিন চাঁদের হাট বসেছিল। কে ছিলেন না? ছোট পর্দা থেকে বড় পর্দার অনেকেই দেখা গিয়েছিল।
প্রসঙ্গত, ১৫ জানুয়ারি পরিণতি পেয়েছে সৌরভ-ত্বরিতার প্রেম। ১৭ জানুয়ারি ছিল রাজকীয় রিসেপশনের ব্যবস্থা। উত্তীর্ণতে বিয়ে এবং রিসেপশনের দিন চাঁদের হাট বসেছিল। কে ছিলেন না? ছোট পর্দা থেকে বড় পর্দার অনেকেই দেখা গিয়েছিল।
advertisement
6/6
বছরের শেষে বিদেশে লম্বা হানিমুনে যাবেন দু'জন, তা নিউজ ১৮ বাংলাকে আগেই জানিয়েছিলেন ত্বরিতা। এছাড়া পাহাড়ে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তাঁদের। বিয়ের পরে কেমন কাটছে ত্বরিতার জীবন তা অবশ্য তাঁর হাসি মুখি বলে দিচ্ছে। নিজের বিয়ে মেটার পরে সৌরভের সঙ্গে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন দু'জনে।  তবে বিয়ের পরে শাঁখা-পলা খোলার জন্য ট্রোল হতেও সময় লাগেনি। যদিও তার মোক্ষম জবাব দিয়েছেন ত্বরিতা।
বছরের শেষে বিদেশে লম্বা হানিমুনে যাবেন দু'জন, তা নিউজ ১৮ বাংলাকে আগেই জানিয়েছিলেন ত্বরিতা। এছাড়া পাহাড়ে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তাঁদের। বিয়ের পরে কেমন কাটছে ত্বরিতার জীবন তা অবশ্য তাঁর হাসি মুখি বলে দিচ্ছে। নিজের বিয়ে মেটার পরে সৌরভের সঙ্গে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন দু'জনে। তবে বিয়ের পরে শাঁখা-পলা খোলার জন্য ট্রোল হতেও সময় লাগেনি। যদিও তার মোক্ষম জবাব দিয়েছেন ত্বরিতা।
advertisement
advertisement
advertisement