গরমের ছুটিতে আসছে দেবের 'টনিক', রইল পোস্টার লঞ্চের অ্যালবাম

Last Updated:
বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় গরমের ছুটিতে আসতে চলেছে নতুন ছবি। সম্প্রতি হয়ে গেল ছবির পোস্টার রিলিজ।
1/5
'টনিক'। বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় গরমের ছুটিতে আসতে চলেছে নতুন ছবি। সম্প্রতি হয়ে গেল ছবির পোস্টার রিলিজ।
'টনিক'। বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় গরমের ছুটিতে আসতে চলেছে নতুন ছবি। সম্প্রতি হয়ে গেল ছবির পোস্টার রিলিজ।
advertisement
2/5
'টনিক' ছবির মাধ্যমে পরিচালক হিসেবে বড় পর্দায় পা রাখতে চলেছেন ছোটপর্দার হিট রিয়ালিটি শো-গুলির চেনা নির্দেশক অভিজিৎ সেন। দেব ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া। পোষ্টার প্রকাশ অনুষ্ঠানে খোশমেজাজে দেখা গেল কলাকুশলীদের।
'টনিক' ছবির মাধ্যমে পরিচালক হিসেবে বড় পর্দায় পা রাখতে চলেছেন ছোটপর্দার হিট রিয়ালিটি শো-গুলির চেনা নির্দেশক অভিজিৎ সেন। দেব ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া। পোষ্টার প্রকাশ অনুষ্ঠানে খোশমেজাজে দেখা গেল কলাকুশলীদের।
advertisement
3/5
ছবিতে 'টনিক'-এর চরিত্রে অভিনয় করছেন দেব। তাঁর দাবি গল্পের নায়ক নায়িকা পরান বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া। 'টনিক' নিখাদ পারিবারির গল্প। ভালবাসার গল্প। ভাল থাকার গল্প। দেবের দাবি, এর সঙ্গে জড়িয়ে না থাকলে দুঃখই হত।
ছবিতে 'টনিক'-এর চরিত্রে অভিনয় করছেন দেব। তাঁর দাবি গল্পের নায়ক নায়িকা পরান বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া। 'টনিক' নিখাদ পারিবারির গল্প। ভালবাসার গল্প। ভাল থাকার গল্প। দেবের দাবি, এর সঙ্গে জড়িয়ে না থাকলে দুঃখই হত।
advertisement
4/5
অনেকদিন পর বড় পর্দায় ফিরে উচ্ছ্বসিত শকুন্তলা বড়ুয়া। তার কাছে দেবই সিনেমায় ফিরে আসার টনিক।
অনেকদিন পর বড় পর্দায় ফিরে উচ্ছ্বসিত শকুন্তলা বড়ুয়া। তার কাছে দেবই সিনেমায় ফিরে আসার টনিক।
advertisement
5/5
মা হওয়ার পর আবার পর্দায় দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। চরিত্রটি খুব একটা বড় না হলেও গুরুত্বে কোনও অংশে কম নয় জানিয়েছেন কনীনিকা।
মা হওয়ার পর আবার পর্দায় দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। চরিত্রটি খুব একটা বড় না হলেও গুরুত্বে কোনও অংশে কম নয় জানিয়েছেন কনীনিকা।
advertisement
advertisement
advertisement