Mimi Chakraborty-Tanusree: লকডাউনেই ভোল বদলে ফেললেন মিমি, তনুশ্রী থেকে পার্ণো! এই পরিবর্তন দেখে অবাক নেটিজেন

Last Updated:
টলিউডের তারকারা এর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন। তবে এই একঘেঁয়েমি কাটাতে অনেকেই ভোল বদলে ফেলেছেন।
1/6
করোনা মহামারী ও লকডাউনের মধ্যে ঘরবন্দি সকলেই। টলিউডের তারকারা এর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন। তবে এই একঘেঁয়েমি কাটাতে অনেকেই ভোল বদলে ফেলেছেন।
করোনা মহামারী ও লকডাউনের মধ্যে ঘরবন্দি সকলেই। টলিউডের তারকারা এর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন। তবে এই একঘেঁয়েমি কাটাতে অনেকেই ভোল বদলে ফেলেছেন।
advertisement
2/6
লকডাউনের মধ্যেই মিমিকে দেখা গিয়েছে একেবারে লুকে। চুলের দৈর্ঘ্য এক রেখেও বদলে ফেলেছেন লুক। কপালের উপর হালকা ফ্রিঞ্জ করেছেন মিমি। আর এই নতুন অবতারে মুগ্ধ দর্শকরাও।
লকডাউনের মধ্যেই মিমিকে দেখা গিয়েছে একেবারে লুকে। চুলের দৈর্ঘ্য এক রেখেও বদলে ফেলেছেন লুক। কপালের উপর হালকা ফ্রিঞ্জ করেছেন মিমি। আর এই নতুন অবতারে মুগ্ধ দর্শকরাও।
advertisement
3/6
ভোটের প্রচারের সময়েও অন্য লুক ছিল তনুশ্রী চকব্রর্তীর। কিছুদিন আগেই হেয়ার কাট করেছেন তিনি। তার সঙ্গে হেয়ার কালারও করেছেন, যাতে লুক একেবারেই বদলে গিয়েছে।
ভোটের প্রচারের সময়েও অন্য লুক ছিল তনুশ্রী চকব্রর্তীর। কিছুদিন আগেই হেয়ার কাট করেছেন তিনি। তার সঙ্গে হেয়ার কালারও করেছেন, যাতে লুক একেবারেই বদলে গিয়েছে।
advertisement
4/6
রচনা বন্দ্যোপাধ্যায়কে লম্বা চুলেই দেখতে অভ্যস্ত সকলে। তাঁকেও এর মধ্যে শর্ট হেয়ারকাটে দেখ গিয়েছে। নতুন লুক পছন্দ হয়েছে তাঁর ভক্তদেরও।
রচনা বন্দ্যোপাধ্যায়কে লম্বা চুলেই দেখতে অভ্যস্ত সকলে। তাঁকেও এর মধ্যে শর্ট হেয়ারকাটে দেখ গিয়েছে। নতুন লুক পছন্দ হয়েছে তাঁর ভক্তদেরও।
advertisement
5/6
এক ঢাল লম্বা কালো চুল ছিল পার্ণো মিত্ররও। সেই চুল কেটেছেন অভিনেত্রী। বিচ ওয়েভ লেয়ারসে একই রকমের লাস্যময়ী লাগছে পার্ণোকে।
এক ঢাল লম্বা কালো চুল ছিল পার্ণো মিত্ররও। সেই চুল কেটেছেন অভিনেত্রী। বিচ ওয়েভ লেয়ারসে একই রকমের লাস্যময়ী লাগছে পার্ণোকে।
advertisement
6/6
শুভশ্রীর মেকওভার দেখেও মুগ্ধ হতে হয়। স্ট্রে‌ট হেয়ার থেকে কার্লি হেয়ারে ধরা দিয়েছেন তিনি। এই লুকেও তিনি জিতেছেন মন।
শুভশ্রীর মেকওভার দেখেও মুগ্ধ হতে হয়। স্ট্রে‌ট হেয়ার থেকে কার্লি হেয়ারে ধরা দিয়েছেন তিনি। এই লুকেও তিনি জিতেছেন মন।
advertisement
advertisement
advertisement